TRENDING:

দিওয়ালির আগে বড়সড় স্বস্তি! এক অভিযানেই উদ্ধার ৩৩ কিলো চকলেট বোমা, ২২ কিলো কালিপটকা, কোথায় জানুন

Last Updated:

নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৩ কিলো চকলেট বোমা ও ২২ কিলো কালিপটকা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: পরিবেশবান্ধব বাজির বার্তা ভুলে নিষিদ্ধ বাজির কারবার, ভ্যাবলায় গ্রেফতার এক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা রেলগেট বাজারে হানা — নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার এক, প্রশাসনের তৎপরতায় তোলপাড় বাজার এলাকা। আসন্ন দীপাবলি ও কালীপুজোকে ঘিরে একদিকে যখন পরিবেশবান্ধব সবুজ বাজির প্রচারে সচেতনতা কর্মসূচি চলছে, তখনই নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে বসিরহাটে চাঞ্চল্য। বসিরহাট থানার ভ্যাবলা রেলগেট সংলগ্ন বাজার এলাকা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ।
নিষিদ্ধ বাজি বিক্রি করায় পুলিশের জালে 
নিষিদ্ধ বাজি বিক্রি করায় পুলিশের জালে 
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই বাজার এলাকায়। সেখানে তন্ময় ঘোষ নামের এক ব্যক্তিকে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৩ কিলো চকলেট বোমা ও ২২ কিলো কালিপটকা।

আরও পড়ুন: ভাবা যায়! ধনতেরাসের রাতেই সোনা রুপো নিয়ে ভয়ঙ্কর খেলা দেখাল ‘ওঁরা’, সাংঘাতিক ঘটনায় ছুটে আসতে হল পুলিশকেও

advertisement

ধৃত তন্ময় ঘোষের বাড়ি উত্তর ২৪ পরগনার ভ্যাবলা রেলগেট সংলগ্ন এলাকাতেই। বাজি বিক্রির মূল চক্রের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীপাবলি ও কালীপুজোর আগে পরিবেশবান্ধব সবুজ বাজির পক্ষে মানুষকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় বাজারে এর আগেও এ ধরনের বাজি বিক্রি হত গোপনে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে এবং এমন কোনও বেআইনি কাজের খবর পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। দীপাবলির আগে এই অভিযানে স্বস্তি পেল স্থানীয় বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিওয়ালির আগে বড়সড় স্বস্তি! এক অভিযানেই উদ্ধার ৩৩ কিলো চকলেট বোমা, ২২ কিলো কালিপটকা, কোথায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল