পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালানো হয় ওই বাজার এলাকায়। সেখানে তন্ময় ঘোষ নামের এক ব্যক্তিকে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অভিযানে উদ্ধার হয় প্রায় ৩৩ কিলো চকলেট বোমা ও ২২ কিলো কালিপটকা।
advertisement
ধৃত তন্ময় ঘোষের বাড়ি উত্তর ২৪ পরগনার ভ্যাবলা রেলগেট সংলগ্ন এলাকাতেই। বাজি বিক্রির মূল চক্রের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীপাবলি ও কালীপুজোর আগে পরিবেশবান্ধব সবুজ বাজির পক্ষে মানুষকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় বাজারে এর আগেও এ ধরনের বাজি বিক্রি হত গোপনে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে এবং এমন কোনও বেআইনি কাজের খবর পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। দীপাবলির আগে এই অভিযানে স্বস্তি পেল স্থানীয় বাসিন্দারা।