পুলিশ সুত্রে আরও জানা যাচ্ছে, ধৃতদের নাম তোহিদুর রহমান (২৭) ও আবু হেনা (৩১)। তাঁদের বাড়ি লালগোলা থানা এলাকায়। একটি স্কুটি চালিয়ে দুই পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আটক করে পুলিশ। দু’জনের কাছ থেকে ২৮৭ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হয়।
আরও পড়ুনঃ চলন্ত বাসে হঠাৎ আগুন! এয়ারপোর্টের সামনেই বড় দুর্ঘটনা, চালকের ‘বুদ্ধি’তে রক্ষা পেলেন যাত্রীরা
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, হেরোইনগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সিআই মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। ধৃত মাদক কারবারীদের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, এর আগেও গত এক সপ্তাহে একাধিকবার লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় এই মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করেছে। লালগোলাকে হেরোইন মুক্ত করতেই পুলিশের এই উদ্যোগ।






