চলন্ত বাসে হঠাৎ আগুন! এয়ারপোর্টের সামনেই বড় দুর্ঘটনা, চালকের 'বুদ্ধি'তে রক্ষা পেলেন যাত্রীরা

Last Updated:

এয়ারপোর্টের কাছে যাত্রী ভর্তি চলন্ত বাসে আগুন

চলন্ত বাসে আগুন
চলন্ত বাসে আগুন
এয়ারপোর্ট, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চলন্ত এসবিএসটিসি-র বাসে হঠাৎ আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। এদিন কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং সংলগ্ন এলাকায় ওই চলন্ত এসবিএসটিসি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
পুলিশ সূত্রে খবর, ওই সময় বাসটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দ্রুত বাস থামিয়ে সকলকে নিরাপদে নামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন ও বিমানবন্দর থানার পুলিশ। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ নির্জন জঙ্গল, হঠাৎ ভেসে এল দেশাত্মবোধক গান! কারা গাইছিলেন? জানলে অবাক হয়ে যাবেন!
অগ্নিকাণ্ডের জেরে ওই বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ মনে করছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই আগুন লাগতে পারে। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, হঠাৎ আগুন দেখতে পেয়ে সকলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। চালক কোনও রকমে রাস্তার ধারে গাড়িটি নিয়ে গিয়ে দাঁড় করান। এরপর প্রাণে বাঁচতে যাত্রীরা সকলে হুড়োহুড়ি করে নেমে যান। বুদ্ধি করে চালক গাড়ি দাঁড় করানোয় বড় বিপদের হাত থেকে বাঁচলাম। কিছু সময়ের মধ্যেই দমকল আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বাসটি পুড়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলন্ত বাসে হঠাৎ আগুন! এয়ারপোর্টের সামনেই বড় দুর্ঘটনা, চালকের 'বুদ্ধি'তে রক্ষা পেলেন যাত্রীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement