নির্জন জঙ্গল, হঠাৎ ভেসে এল দেশাত্মবোধক গান! কারা গাইছিলেন? জানলে অবাক হয়ে যাবেন!
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
দূর থেকে ভেসে আসে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান- 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি'
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ নির্জন জঙ্গলের রাস্তা। দূর থেকে ভেসে আসছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান- ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি’। কাছে আসতেই দেখা যায়, কয়েকজন পুলিশকর্তা একসঙ্গে এই গান করছেন। প্রকৃতির অপরূপ চেহারা দেখে আবেগে ভাসেন তাঁরা। এরপরেই ধরেন এই বিখ্যাত দেশাত্মবোধক গান।
একসময় অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় শোনা যেত ভারী বুটের শব্দ; হাতে ইনসাস, এসএলআর, একে ৪৭- সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ। সবুজ পাতায় চোখে পড়ত রক্তের ছোপ। তবে আজ সেসব ইতিহাস। অতীতের সেই দিন কাটিয়ে প্রকৃতি ফের নিজের ছন্দে ফিরেছে।
আরও পড়ুনঃ হাতানিয়া-দোয়ানিয়া নদীতে জোড়া দুর্ঘটনা! এক মৎসজীবীর মৃত্যু, আরেকজনের কী হল? শোকের ছায়া এলাকায়
পরিবেশের এই অপরূপ চেহারা দেখেই আবেগে ভাসলেন একদল পুলিশ। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ধরলেন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান। তাঁদের কণ্ঠে শোনা গেল, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি…’।
advertisement
advertisement
অতীতের আতঙ্কের বাতাবরণ কাটিয়ে অযোধ্যা পাহাড়ের এই রাস্তায় ফিরেছে প্রকৃতির চেনা রূপ। ডিউটি সেরে ফেরার পথে তা দেখে আবেগে ভাসেন কিছু পুলিশ। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গেয়েই আবেগের বহিঃপ্রকাশ করেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 1:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নির্জন জঙ্গল, হঠাৎ ভেসে এল দেশাত্মবোধক গান! কারা গাইছিলেন? জানলে অবাক হয়ে যাবেন!