ঋতমের মৃত্যুর ক্ষেত্রে আত্ম*হ*ত্যার তত্ত্বেই এখনও অবধি সিলমোহর দিয়েছে পুলিশ। আর, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ গত ২১ জুলাই রাতে (রাত্রি ১১টা ৫ মিনিটে) গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের। চন্দ্রদীপ জওহরলাল নেহেরু হলের ডি-৪০৮ রুমের আবাসিক ছিলেন।
আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে ফাটল কাণ্ডের মাঝেই সিউড়িতে আরেক দুর্ঘটনা! একরাতে আগুনে পুড়ে ছাই ৩ দোকান
advertisement
পর পর ঘটে যাওয়া এই দুই ছাত্র-মৃত্যুর তদন্তেই বৃহস্পতিবার দুপুর নাগাদ আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে এসেছিলেন দুই সদস্যের ফরেন্সিক দল। এমনটাই জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি সূত্রে। ওই সূত্রে এও জানা গেছে, ইতিমধ্যেই আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের রুজু করা এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। সম্প্রতি, সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরই ক্যাম্পাসে পড়ুয়া মৃত্যুতে আইআইটি কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সামান্য টাকার হিসাব নিয়ে বচসা! কানে কামড়, কান ছিঁড়ে মুখে নিয়ে বাজার ঘুরল যুবক
অন্যদিকে, তদন্তে কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছেনা পুলিশ। আর সেজন্যই কলকাতার গার্ডেনরিচে অবস্থিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অবশেষে সেখান থেকে দুই সদস্যের বিশেষজ্ঞ দল এসেছিলেন বলে আইআইটি কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে। ওই বিশেষজ্ঞ দলটি এদিন প্লেস অফ অকারেন্স (পিও) বা ঘটনাস্থল পরিদর্শন করার সঙ্গেই প্রতিটি বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন হলের (বা, হোস্টেলের) দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং পুলিশের সঙ্গেও। সেইসঙ্গেই তদন্তকারী অফিসারদের কাছে থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ইডেন গার্ডেন থেকে সেবকের করোনেশন ব্রিজ! সব এবার একজায়গায়! সুযোগ পেতেই এখন ছবি তোলার হিড়িক শিলিগুড়িতে
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দুই পড়ুয়ার মৃত্যুতে ভিসারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদিন আসা ফরেন্সিক দলও কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। ঘটনার দিন থেকেই ওই দু’টি রুম সিল করা ছিল বলেও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। প্রসঙ্গত, গত তিন বছরে (২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত) আইআইটি খড়্গপুরের আট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুধুমাত্র চলতি বছরেই (২০২৫ সালেই) পাঁচজন পড়ুয়া প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত এক সপ্তাহেই মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার।