TRENDING:

Covid-19 Positive: করোনায় আক্রান্ত IIT-র গবেষক, জেলাতেও এবার হুড়মুড়িয়ে বাড়ছে কোভিড, তবে কি আবার লকডাউন?

Last Updated:

Covid-19 Positive: জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ। আইআইটির এক গবেষক পড়ুয়া করোনা আক্রান্ত। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে করোনা এবং লকডাউন নিয়ে। আগামীতে কি লকডাউন হতে চলেছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে করোনা এবং লকডাউন নিয়ে। আগামীতে কি লকডাউন হতে চলেছে? যদিও ইতিমধ্যেই জেলা জুড়ে প্রথম করোনা আক্রান্তের খোঁজ। আইআইটির এক গবেষক পড়ুয়ার করোনা পজেটিভ রিপোর্ট ধরা পড়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছে ওই মেধাবী পড়ুয়া। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই তদারকি করছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আইআইটি খড়গপুর
আইআইটি খড়গপুর
advertisement

কিছুদিন আগে, বীরভূম থেকে ঘুরে আসার পর সামান্য উপসর্গ নিয়ে করোনা টেস্টে পজেটিভ রিপোর্ট ধরা পড়ে ওই পড়ুয়ার। এবারও জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল আইআইটি খড়্গপুরে। ২৬ বছর বয়সী এক পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফেও। জানা গেছে, ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

advertisement

আরও পড়ুন-ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতেই…! অবস্থা চরম খারাপ অভিনেত্রীর, বমি করে দেন, তারপর যা করেছিলেন ‘খলনায়ক’, জানলে আঁতকে উঠবেন

বেশ কিছু উপসর্গ থাকায়, মঙ্গলবারই ওই পড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়। ইতিমধ্যেই ওই পড়ুয়ার বাড়ির লোক এসে পৌঁছেছে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জ্বর, সর্দিকাশি, গন্ধহীনতা-সহ একাধিক উপসর্গ ছিল ওই পড়ুয়ার। তারপরই তাঁর কোভিড টেস্ট করা হয়।

advertisement

View More

আরও পড়ুন-জুনেই লাগবে ‘লটারি’…! বড় গ্রহের গোচরে ‘মালামাল’ ৪ রাশি, রাতারাতি আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, রাজের হালে কাটবে জীবন

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘আইআইটি খড়্গপুরের এক গবেষক পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। বীরভূম থেকে ঘুরে আসার পর একাধিক উপসর্গ নিয়ে পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। জেলা এই প্রথম করোনা আক্রান্ত হয়েছে আইআইটি খড়্গপুরের এই পড়ুয়া। ইতিমধ্যেই মেডিকেল টিম পৌঁছে গিয়েছে আইআইটিতে। তবে ভয়ের কোনও পরিবেশ নেই।’ ইতিমধ্যেই ফের সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করোনা নিয়ে। আগামীতে ফের কি লকডাউন হতে চলেছে? যদিও এমন ঘটনা নেই বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Covid-19 Positive: করোনায় আক্রান্ত IIT-র গবেষক, জেলাতেও এবার হুড়মুড়িয়ে বাড়ছে কোভিড, তবে কি আবার লকডাউন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল