TRENDING:

IIT Job : চাকরি খুঁজছেন? IIT খড়গপুরে চাকরির সুবর্ণ সুযোগ,মাসে মোটা মাইনে,এখনই আবেদন জানান

Last Updated:

আবেদন জানাতে গেলে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট দেখতে হবে। প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট খুলে তারপর টেম্পোরারি জব পজিশনে গিয়ে এই বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আপনার কি কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে BTech, BE কিংবা MCA ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য IIT খড়্গপুরে রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। মোটা অঙ্কের বেতনে চাকরির জন্য এখনই আবেদন জানান। ভাল বেতনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অনলাইন মাধ্যমে আবেদন জানান এই পদে। সময়সীমা অল্প। বিশেষ এক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে আইআইটি খড়্গপুর। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে বিশেষ এক প্রকল্পে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। বেতন যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ৩১০০০ টাকা। আইআইটি খড়গপুরের IIT KHARAGPUR AI4ICPS I HUB FOUNDATION এর স্পনসরশিপে Developing a Fair and Interpretable Clinical Trial Search System(FIL) এই প্রকল্পে একজন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

advertisement

আরও পড়ুনDiabetes Control Winter Vegetable: ওষুধের জনক এই সবুজ সবজি, মাত্র ৩ মাসে বাজারে পাবেন, প্রোটিনের আরত, ক্যানসারের ঝুঁকি কমাবে, ডায়াবেটিস পালাবে পাই পাই করে

আবেদনকারীর কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ডাটা সায়েন্স/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক/ বিই অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। এবং দশম শ্রেণী থেকে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ শে নভেম্বর ২০২৪।

advertisement

আবেদন জানাতে গেলে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট দেখতে হবে। প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট খুলে তারপর টেম্পোরারি জব পজিশনে গিয়ে এই বিজ্ঞপ্তিটি দেখতে হবে। লিংক: https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.html

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Job : চাকরি খুঁজছেন? IIT খড়গপুরে চাকরির সুবর্ণ সুযোগ,মাসে মোটা মাইনে,এখনই আবেদন জানান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল