প্রায় ছয় মাস পর স্থায়ী ডিরেক্টর (অধিকর্তা) পেল পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। ভারতের প্রাচীনতম এই আইআইটি’র ডিরেক্টর হলেন প্রতিষ্ঠানেরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী প্রফেসর সুমন চক্রবর্তী। পাঁচ বছরের জন্য আইআইটি খড়্গপুরের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। গত ৩১ ডিসেম্বর (২০২৪) অধ্যাপক বীরেন্দ্রকুমার তেওয়ারির মেয়াদ পূর্ণ হওয়ার পর, বারাণসী আইআইটি (IIT BHU)-র ডিরেক্টর অধ্যাপক তথা আইআইটি খড়গপুরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অমিত পাত্রকে আইআইটি খড়্গপুরের অতিরিক্ত দায়িত্ব (অ্যাডিশনাল চার্জ) দেওয়া হয়েছিল। অবশেষে, বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার ক্যাপ্টেন অমিত জৈন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুমন চক্রবর্তীকে এই প্রতিষ্ঠানের স্থায়ী ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন। ফলে প্রায় ৬ মাস পর স্থায়ী ডিরেক্টর বা অধিকর্তা পেল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠান।
advertisement
প্রসঙ্গত, স্বল্পমূল্যে করোনা পরীক্ষার যন্ত্র ‘কোভির্যাপ’ তৈরি করেছে সারা দেশে তাক লাগিয়েছিলেন আইআইটি খড়গপুরের এই অধ্যাপক। মাত্র ১ টাকায় রক্তাল্পতা নির্ণয়ের জন্য তৈরি করেছেন ‘হিমো অ্যাপ’। এছাড়াও প্রান্তিক এলাকায় উন্নতি করেছেন চিকিৎসা প্রযুক্তিতে। এবার তাকেই আইআইটি খড়গপুরের প্রধান অধিকর্তা হিসেবে নিয়োগ করা হল। শুধু প্রযুক্তি তৈরি বা গবেষণাই নয়, তার সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিজ্ঞানী। করোনাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বিশেষ প্রযুক্তি। এবার তার এই ভাবনার ফলস্বরূপ মিলছে UNESCO-র পৃষ্ঠপোষকতায় ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সের মর্যাদাপূর্ণ পুরস্কার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বিশ্বের সেরা বিজ্ঞানীর মর্যাদা দেওয়া হয় প্রযুক্তি ক্ষেত্রের কৃতিদের। সম্মানিত হয়েছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক সুমন চক্রবর্তী। ইউনেস্কো (UNESCO)-র পৃষ্ঠপোষকতায় দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সের মর্যাদাপূর্ণ পুরস্কার (2026 TWAS Award in Engineering & Computer Sciences)-ও পেয়েছেন তিনি।
রঞ্জন চন্দ