Elephant Attack: ৪ রাতে ২৩ বাড়ি ভেঙে চুরমার! রাত হলেই দাদাগিরি, 'তার' তাণ্ডবলীলার ভয়ে ঘুম উড়ছে পুরো এলাকার! জানেন কে সেই 'দানব'

Last Updated:

Elephant Attack: রাত হলেই শুরু তাণ্ডব, একের পর এক ভাঙছে বাড়ি, এক দানবের এমন তাণ্ডবলীলায় রীতিমত ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের

হাতির হানায় ভাঙা বাড়ি
হাতির হানায় ভাঙা বাড়ি
পশ্চিম মেদিনীপুর: একের পর এক বাড়ি ভেঙে ফেলল একজনই। চার রাতে তুলকালাম জঙ্গলমহলে। এক দাঁতালেই ভেঙে ফেলল ২৩ টি বাড়ি, ঘুম উড়েছে বন দফতরের। রাত হলেই গ্রামে হানা। আর তারপর শুরু তাণ্ডবলীলা। একাই করল সব কিছু। প্রতি রাতে ভেঙে চলেছে একের পর এক বাড়ি। মাত্র একটি দলছুট হাতির হানাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জঙ্গলমহলে এখন নতুন ত্রাস একজনই। চার রাতে একের পর এক বাড়িতেই তাণ্ডব চালায় এক জঙ্গলের দামাল হাতি।
গ্রামের ভেতর রাস্তায় চলার সময় পাশাপাশি বাড়িগুলির দেওয়াল শুঁড় দিয়ে ভেঙে ফেলছে একাই, এমনই বন দফতর সূত্রে খবর। এভাবে পরপর চার রাতে ২৩ টি বাড়ি ভেঙে ফেলেছে বলে বন দফতর জানিয়েছে। মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা, চাঁদড়া এই দুই রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে একটি দলছুট দাঁতাল। তাকে সরাতে হিমশিম বনকর্মীরা। বুধবার গভীর রাতেও পিড়াকাটা রেঞ্জের বড় কলসিভাঙ্গা, পাথরি এলাকায় ১১ টি বাড়ি ভেঙে ফেলে। সকালে ঘটনাস্থলে গিয়ে চক্ষু চড়কগাছ বনকর্মীদের। কেন লাগাতার বাড়ি ভাঙছে ওই দাঁতাল? চাঁদড়া রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাত বলেন, “কোন খাবার না থাকলেও একের পর এক বাড়ির ভেঙে ফেলছে। কি কারণে ভাঙছে বুঝে উঠতে পারছিনা।”
advertisement
advertisement
জানা গিয়েছে, তার আগে পরপর তিন রাতে চাঁদড়ার শিরষী, চাঁদাবিলা, ঝরিয়া, গোলকচক সহ বিভিন্ন এলাকায় আরও ১২টি বাড়ি ভেঙে ছিল। কোনরকমে রক্ষা পেয়েছিলেন এক ব্যক্তি ও বৃদ্ধা। টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল নরম হয়ে গিয়েছে। গৃহবন্দী সকলে। তার উপর রাত হলেই দাঁতালের হানাতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়িতে হাতির কোন খাবার না থাকলেও দেওয়াল, দরজা, জানালা ভেঙে ফেলছে শুঁড় দিয়ে। বুধবার রাতে পিড়াকাটা এলাকায় ১১টি বাড়ি ভাঙার পর ঘুম উড়েছে বন দফতরের। এর আগে দলছুট হাতির লাগাতার বাড়ি ভাঙার ঘটনা নেই। এই হাতিটি কেন এত বাড়ি ভাঙছে বা বাড়ির উপর কেন আক্রোশ তার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বন দফতর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস বলেন, “এক রাতেই ১১টি বাড়ি ভেঙেছে। গ্রামের ভেতরে পথ দিয়ে চলতে চলতে আশেপাশের বাড়িগুলিতে হানা দিচ্ছে। কোন খাবারের খোঁজ করেনি। বেশিরভাগ বাড়িতে খাবারও ছিল না কিছু। তাতেও কেন বাড়ি ভাঙছে তা খতিয়ে দেখা হচ্ছে।” হাতিটিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: ৪ রাতে ২৩ বাড়ি ভেঙে চুরমার! রাত হলেই দাদাগিরি, 'তার' তাণ্ডবলীলার ভয়ে ঘুম উড়ছে পুরো এলাকার! জানেন কে সেই 'দানব'
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement