West Medinipur News: নিম্নচাপের দুদিনের বৃষ্টি, হু হু করে বাড়ছে নদনদীর জল! বন্যার ভয়ে রাতের ঘুম উড়ছে মেদিনীপুরের এই এলাকার বাসিন্দাদের
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
West Medinipur News: দুদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। দুর্বল নদী বাঁধ নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুর: সবে শুরু হয়েছে বর্ষা। আর এর মাঝেই হু হু করে বাড়ছে নদীর জল। স্বাভাবিকভাবে ফের বন্যার আশঙ্কা করছে ঘাটাল। দুদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ঘাটাল মহাকুমার একাধিক নদী। দুর্বল নদী বাঁধ নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। ইতিমধ্যেই দুদিনের টানা বৃষ্টিতে নদীর জল অস্বাভাবিক হারে বাড়ায়, ডুবে যেতে পারে চাষের জমি। রাত থেকে নদীর জল বাড়ায় রীতিমত উদ্বেগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায়। তবে এখনও পর্যন্ত ঘাটালে সে অর্থে কোন বন্যার সম্ভাবনা নেই। নজরদারি চালাচ্ছে প্রশাসন।
প্রতিবছর ঘাটালের সঙ্গে বন্যা শব্দটি যেন জুড়ে রয়েছে। বর্ষা এলেই ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটাল মহকুমাজুড়ে। ইতিমধ্যেই আষাঢ়ের প্রথমে দুদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে পশ্চিম মেদিনীপুর জেলার উঠেছে শিলাবতী, কেঠিয়া ও কানা নদী। যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে নদীর অস্থায়ী, দুর্বল বাঁধ। শিলাবতী নদীর উপর দিয়ে চলছে স্রোত। শুকনো নদী ক্রমশ ভয় ধরাচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই মুহূর্তে ঘাটাল শহর এবং পৌর এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। সেদিকে নজরদারি রেখেছে মহকুমা প্রশাসন।
advertisement
advertisement
দুদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুরের উপর দিয়ে বয়ে যাওয়ার শিলাবতী, কেঠিয়া এবং কানা নদী। হু হু করে নদীতে জল বাড়ার ফলে নদীর উপর থাকা পাঁচ আমি এলাকার একটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই চন্দ্রকোনার ভগবন্তপুর এলাকার ঘোষকিরা গ্রামে কানায় কানায় পূর্ণ নদী। গত বছরের বন্যার সময় থেকে দুর্বল হয়েছে নদীর বাঁধ। যেকোন মুহূর্তে ভেঙ্গে নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি। জল ঢুকতে পারে বাড়িতে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, টানা বৃষ্টি এবং একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে নদীতে বাড়ছে জলস্তর। ঘাটাল মহকুমা জুড়ে একাধিক নদী ক্রমশ ফুলেফেঁপে উঠছে। যদিও নদীর জলস্তর বাড়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে নজরদারি রেখেছে ঘাটাল মহকুমা প্রশাসন। বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। স্বাভাবিকভাবে সমস্ত ঘটনার উপর নজরদারি চালাচ্ছে প্রশাসনের অধিকর্তারা।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2025 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: নিম্নচাপের দুদিনের বৃষ্টি, হু হু করে বাড়ছে নদনদীর জল! বন্যার ভয়ে রাতের ঘুম উড়ছে মেদিনীপুরের এই এলাকার বাসিন্দাদের







