বীরভূমের রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার পথে মল্লারপুর বাইপাস রোডে দাঁড়ালে দেখতে পাবেন ‘টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজ’ আর এই কলেজের একটি কক্ষে মজুত রয়েছে প্রায় ৬০০ থেকে ৭০০ বছরের পুরনো প্রাচীন যুগের ইট এবং পাথর। যাকে সবাই মিনি মিউজিয়াম নামে চেনে।
advertisement
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় এই কলেজে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে মিনি মিউজিয়ামের মাধ্যমে। যেখানে রয়েছে আদিবাসী সাঁওতালদের বিভিন্ন ট্রাডিশনাল জিনিসপত্র। যেমন মাছ ধরার জাল থেকে শুরু করে ইঁদুর ধরার খাঁচা। অন্যদিকে গনপুর শিব মন্দিরের ইট এবং পাথর। এছাড়াও রয়েছে ফসিল কাঠ। তথ্য অনুযায়ী জানা যায় পাথরগুলি আনুমানিক প্রায় ১৬১৭ সালের। ফসিল কাঠ প্রায় কয়েকশো বছরের পুরনো।
কলেজ কর্তৃপক্ষ আরও জানান এই মিউজিয়াম এর নাম মিনি মিউজিয়াম দেওয়া হয়েছে তার কারণ এই মিউজিয়ামটি কলেজের লাইব্রেরী এর মধ্যে অবস্থিত রয়েছে। আগামী দিনে আরো পুরনো কিছু জিনিস সংগ্রহ করে এই মিউজিয়ামকে আরও বড় আকারে তৈরি করা হবে। কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা একত্রিতভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুরানো যুগের এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে আনছেন।
তাই আপনি যদি এবার বীরভূমে সে মল্লারপুর শিব মন্দির বা গনপুর শিব মন্দিরে পুজো দিতে যান, তাহলে পুজো দেওয়ার পর অবশ্যই এই কলেজ থেকে একবার ঘুরে আসুন। কলেজের দ্বিতীয় তলায় একটি কক্ষে এই মিউজিয়ামটি অবস্থিত রয়েছে। এই মিউজিয়াম এ প্রবেশের ক্ষেত্রে আপনাকে একটি খাতায় আপনার নাম নথিভুক্ত করতে হবে। তাহলেই পৌঁছেযাবেন প্রায় ৬০০ বছর আগে।
সৌভিক রায়