সেই কারণে বাঁকুড়ার মানুষ শীত, গ্রীষ্ম, বর্ষা আবহাওয়াকে উপেক্ষা করে সকালবেলা থেকেই ভিড় জমান চায়ের দোকানে। এরই মধ্যে বাঁকুড়ার উদ্যোক্তা সুজয় বাগের তৈরি ক্যাশলেস ফুড ডেলিভারি অ্যাপ “সে নোক্যাশ” এবার নিয়ে এসেছে স্ক্যান করলেই ফ্রি চায়ের অফার।
আরও পড়ুন: ছাতা সঙ্গে রাখুন, আকাশ তোলপাড় করে ঝড় আসছে দক্ষিণের ২ জেলায়, প্রবল বৃষ্টির সঙ্গেই হবে শিলাবৃষ্টি
advertisement
চায়ের দোকানের সামনে রয়েছে একটা মস্ত বোর্ড। যে বোর্ডের মধ্যে বড় বড় করে লেখা রয়েছে “ফ্রী’টি” অর্থাৎ বিনামূল্যে চা। আর তার নীচেই রয়েছে আরও বিরাট একটি কিউ আর কোড। উৎসুক চা প্রেমী যদি এই কিউ আর কোডটি স্ক্যান করেন তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন গুগল প্লে স্টোরের সে নো ক্যাশের পেজে।
এবার অ্যাপটি ডাউনলোড করলে বিনামূল্যে পেয়ে যাবেন ১০০ কয়েন, সেই কয়েন দিয়ে অর্ডার করতে পারবেন চা। বাঁকুড়ার ঘরে তৈরি “সে নো ক্যাশ” অ্যাপের মার্কেটিংয়ের দায়িত্বে থাকা বিক্রম মণ্ডল দেখিয়ে দিলেন কীভাবে করতে হবে কাজটা।
বিক্রম মণ্ডল বলেন, বাঁকুড়ার মানুষ অত্যন্ত চা প্রেমী এবং সেই কারণেই সে নো ক্যাসের তরফ থেকে এটি একটি “টোকেন অফ লাভ”! এছাড়াও ভারতবর্ষ ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে। সে নো ক্যাশ অ্যাপটি ডাউনলোড করলে, নন ক্যাশ ট্রানস্যাকশন শিখতে পারবেন বাঁকুড়ার মানুষ, সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই অ্যাপ ডাউনলোড করলে তার মাধ্যমে ক্যাসলেস ফুড অর্ডার করা যাবে।
আপাতত বাঁকুড়া শহরের ছোট বড় মিলিয়ে ১৫টি হোটেল এবং রেস্টুরেন্ট এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপ ডাউনলোড করলেই তাদের নাম মিলবে। এই সমস্ত জায়গা থেকে ফুড ডেলিভারির অর্ডার দেওয়া যেতে পারে। মজার মজার মার্কেটিং দেখা যায় বাঁকুড়া জেলায়। এবারও অন্যতম একটি ভিন্ন স্বাদের মার্কেটিং দেখা গেল বাঁকুড়া ডিজিটাল জগতের।
নীলাঞ্জন ব্যানার্জী