সারাদিন সংসারের যাবতীয় কাজ সামলে রাতেরবেলায় খাওয়াদাওয়া শেষ করে তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে তক্তার উপর শুয়ে ছিলেন গৃহবধূ। ঘুমানোর সময় টুম্পার ডান হাত তক্তার নিচে, অর্থাৎ মাটির দিকে নেমে যায়। আর তারপরই ঘটে যায় ভয়াবহ দূর্ঘটনা। আচমকাই টুম্পার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ।
আরও পড়ুন: বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?
advertisement
পরবর্তীতে টুম্পার হাতে যন্ত্রণা শুরু হলে ঘুম ভেঙে যায়। এর পর তিনি বিষয়টি পরিবারের লোকেদের জানান। তড়িঘড়ি টুম্পাকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত টুম্পার শেষরক্ষা হয়নি, সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত টুম্পার প্রতিবেশী বাপন দলুই বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। অল্পবয়সে মেয়েটাকে প্রাণ হারাতে হল, ছোট্ট দুই শিশু এই বয়সেই তাদের মা হারাল।”
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে, মৃত টুম্পা সাঁতরার দেহ থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। এই ঘটনার জেরে অল্প বয়সে মা হারাতে হল দুই ছোট্ট শিশুকে, পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।