Sanjay Roy's Polygraph Test: কেন দেরি হচ্ছে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে? কারণ জানলে বিস্মিত হবেন
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Sanjay Roy's Polygraph Test: আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের। কেন দেরি হচ্ছে?
কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার এই নিয়ে সুপ্রিম কোর্টে স্যাটাস রিপোর্টও দিতে হবে সিবিআইকে। রহস্য সমাধানের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়ে আদালত। কিন্তু আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের।
অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজি কর হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যেতে পারে। সেই মতোই শিয়ালদহ আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতিও দেয়। মঙ্গলবার অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু স্থগিত করে দেওয়া হয় সেই পলিগ্রাফ টেস্ট।
advertisement
advertisement
মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনও আইনজীবী ছিল না। সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি। পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে। এরপরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট।
advertisement
আরজি কর নিয়ে এখনও উত্তাল গোটা দেশ। বুধবারই সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেছেন চিকিৎসকরা। তাই আরজি কর কাণ্ড নিয়ে চাপ বাড়ছে সিবিআইয়ের উপরেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 3:08 PM IST