West Bengal News: সন্তানজন্মের পরে পেটব্যথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Private hospital accused of wrong treatment: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করল বারুইপুর থানার পুলিশ।
অন্তঃসত্ত্বা অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বারুইপুরের কুমারহাট এলাকার বাসিন্দা আনজুয়ারা খাতুন। ২৪ ফেব্রুয়ারি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসক পল্লব রায় তার চিকিৎসা করছিলেন ৷ তিনি মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন ৷ এরই মধ্যে হঠাৎ মহিলার তলপেটে ব্যথা হতে শুরু করে ৷
advertisement
advertisement
বিষয়টি জানালে চিকিৎসক কিছু ঔষধ দেন এবং নিয়মিত ড্রেসিং করার কথা বলেন ৷ সেই মতো নিয়মিত ড্রেসিং করা হয় ঐ হাসপাতালেই৷ কিন্তু তাতেও কোনও উপকার না হওয়ায় ২৭শে জুলাই আলট্রাসাউন্ড ও ইউএসজি করা হয় ৷ তাতে জানা যায় পেটের ভেতর অপারেশনের জিনিসপত্র রয়ে গিয়েছে , তার জেরেই ঘটেছে বিপত্তি ৷
advertisement
হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনে গাফিলতি এবং তারপরেও ভুল চিকিৎসার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায় ৷ ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে রোগীর নানান রিপোর্ট করা হলেও ভুল রিপোর্ট দেওয়া হয় বলেও অভিযোগ ৷ অবশেষে অন্যত্র চিকিৎসা করিয়ে বিষয়টি ধরা পড়ে ৷ ঘটনায় আনজুয়ারা দেবীর স্বামী আসিফ গাজি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ বারুইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অন্য দিকে, অভিযুক্ত বেসরকারি হাসপাতালের কাছে যাওয়া হলে কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন ৷ যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কেউ কিছু বলতে রাজি হননি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সন্তানজন্মের পরে পেটব্যথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল