আরও পড়ুন: নবদ্বীপ ধাম স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা
সম্প্রতি ঘটা করে সুন্দরবন দিবস পালিত হয়েছে সুন্দরবনের সবকটি ব্লকে। উদেশ্য ছিল সুন্দরবনকে রক্ষা করা। সুন্দরবনকে রক্ষা করতেই এবার সেখানকার গাছ কাটা রোধ করার উপর বিশেষ গুরুত্ব দিল প্রশাসন। এমনকি এই এলাকার বাসিন্দাদের নিজের বাড়ির গাছ’ও কাটতে অনুমতি নিতে হবে প্রশাসনের, এমন কথাই জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বনের গাছ কাটলে তার জন্য জেল ও জরিমানা দুটিই হতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ম্যানগ্রোভ গাছকাটা না রুখলে আগামীদিনে সুন্দরবন জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদদের। আর তাই ম্যানগ্রোভ গাছ কাটা রুখতেই হবে বলে মত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। জেলাজুড়ে ঘটা করে সুন্দরবন দিবস পালনের একটাই উদ্দেশ্য, সুন্দরবনের মানুষজনকে সচেতন করা, স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতন করা। তা না হলে আগামীদিনে সুন্দরবনের বাসিন্দাদের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
নবাব মল্লিক