সম্প্রতি টিপির ঘাট এলাকার একটি কাঠের সেতু কচুরিপানার চাপে ভেঙে পড়ে যায়। এর পর থেকেই অন্যান্য সেতুগুলিও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। এলাকার মানুষের অভিযোগ, নদী কচুরিপানায় এতটাই ভরে গিয়েছিল যে তার উপরে দিয়ে মানুষের দিব্যি হেঁটে যাতায়াত করতে পারছিল। নদীর গতিপ্রকৃতি স্তব্ধ হয়ে পড়ায় চারপাশের চাষের জমির’ও ক্ষতি হচ্ছিল।
advertisement
আরও পড়ুন: ইছামতির চোখ রাঙানিতে ভাসছে বনগাঁ, ত্রাণ শিবিরে ৬০০ বাসিন্দা
অবশেষে প্রশাসনের উদ্যোগে কচুরিপানা তোলার কাজ শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগে নদীর জলের গতি ফের সচল হবে, পাশাপাশি দুর্বল কাঠের সেতুগুলির উপর থেকে চাপ কমবে। এই নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষজন। তাঁদের আশা, ইছামতি নদী আবার আগের মতো প্রবাহিত হলে কৃষিজমিতে জল সেচের সুবিধা হবে। একইসঙ্গে সীমান্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও নিরাপদ হবে। স্থানীয় সূত্রে খবর, কচুরিপানা পরিষ্কার করার কাজে প্রাথমিকভাবে শ্রমিক নিযুক্ত করা হয়েছে। ধাপে ধাপে পুরো নদীকে স্বাভাবিক গতিপ্রকৃতিতে ফেরানোর চেষ্টা চলছে।