আরও পড়ুন: ওদেরও ইচ্ছে করে আনন্দ করতে! শান্তিপুরে ভবঘুরেদের পিকনিক
অভিযোগ গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টির কারণে খিচুড়ি ও ডিম দেওয়া হয়। কিন্তু এভাবে খোলা আকাশের নিচে রান্না করা কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি শিশুদের পঠন-পাঠনের হাতে খড়ি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই। কোনও নির্দিষ্ট ঘর না থাকায় পড়ুয়ারা যেমন আসতে চায় না। অপরদিকে খোলা পরিবেশে পাঠাতে চান না শিশুর পরিবার।তাহলে তাদের মনে শিক্ষার আলো পৌঁছবে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। খোলা আকাশের নিচে রান্না এবং পঠন-পাঠন না হওয়ার কথা কার্যতা স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাদেরও একই অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি কোনও ঘর, তাই নির্দিষ্ট ঘর না থাকায় শিশুদের পঠন-পাঠন কোথায় করাবেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলেন আবিভাকারা।
Mainak Debnath