TRENDING:

Nadia News: নেই ঘর, খোলা আকাশের নিচেই হচ্ছে অঙ্গনওয়াড়ির রান্না!

Last Updated:

গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে নেই নিজস্ব কোনও ঘর। নদিয়ার তেহট্ট নাটনা মাঠপাড়া পূর্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোলা আকাশের নিচেই হচ্ছে রান্না, চুলোয় স্বাস্থ্য বিধি, শিকেয় উঠেছে পঠনপাঠন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহট্ট: নদিয়ার তেহট্ট নাটনা মাঠপাড়া পূর্ব অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা। গ্রামপঞ্চায়েত কৃষ্ণচন্দ্রপুর,  খোলা আকাশের নিচেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে নেই নিজস্ব কোনও ঘর। ফলে খোলা আকাশের নিচেই হচ্ছে রান্না, চুলোয় স্বাস্থ্য বিধি, শিকেয় উঠেছে পঠনপাঠন, এমনটাই জানাচ্ছেন অভিভাবকেরা। এলাকাবাসীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর না থাকায় খোলা আকাশের নিচেই চলে রান্না, হয় না পঠন পাঠন। কোথাও জলঙ্গী নদীর তীরে একেবারে খোলা আকাশের নিচে রান্না, কোথাও অন্যের বাড়িতে আবার কোথাও অস্থায়ী ছাউনী করলেও নেই ন্যূনতম পরিচ্ছন্নতা।
 খোলা আকাশের নিচেই হয় রান্না ও পঠন পাঠন
খোলা আকাশের নিচেই হয় রান্না ও পঠন পাঠন
advertisement

আরও পড়ুন: ওদেরও ইচ্ছে করে আনন্দ করতে! শান্তিপুরে ভবঘুরেদের পিকনিক

অভিযোগ গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টির কারণে খিচুড়ি ও ডিম দেওয়া হয়। কিন্তু এভাবে খোলা আকাশের নিচে রান্না করা কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি শিশুদের পঠন-পাঠনের হাতে খড়ি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই। কোনও নির্দিষ্ট ঘর না থাকায় পড়ুয়ারা যেমন আসতে চায় না। অপরদিকে খোলা পরিবেশে পাঠাতে চান না শিশুর পরিবার।তাহলে তাদের মনে শিক্ষার আলো পৌঁছবে কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। খোলা আকাশের নিচে রান্না এবং পঠন-পাঠন না হওয়ার কথা কার্যতা স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাদেরও একই অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি কোনও ঘর, তাই নির্দিষ্ট ঘর না থাকায় শিশুদের পঠন-পাঠন কোথায় করাবেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলেন আবিভাকারা।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নেই ঘর, খোলা আকাশের নিচেই হচ্ছে অঙ্গনওয়াড়ির রান্না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল