জানা গিয়েছে ২০০৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন কৌশিক নাগ। ২০২১ সালে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হন তিনি। অপহরণ, পকসো, বাল্যবিবাহ পাচার সহ মোট ২১৩ টি কেসের নিয়ে তিনি কাজ করেছেন। তার মধ্যে ১৯১ কেসের নিষ্পত্তি করেছেন তিনি।
২২০ টির বেশি বাল্যবিবাহ রুখে দিয়েছেন তিনি। এই পুরস্কারে গর্বিত সুন্দরবন পুলিশ জেলা।
advertisement
আরও পড়ুন: নদীর পাড়, নবাবি ইতিহাস! বছর শেষের ছুটির আদর্শ ঠিকানা, বাড়ির কাছেই আছে এই জায়গা, ঘুরে আসুন
সুন্দরবন এলাকায় আগে প্রচুর পরিমাণে ট্রাফিকিং হত, সেগুলি রুখতে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকার স্কুলগুলিতে প্রতিনিয়ত স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা হয়। বাল্যবিবাহ এবং শিশু পাচারের মত ঘটনায় দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তৎপরতার সঙ্গে শিশু কিংবা নাবালিকাকে উদ্ধার করে তাদের সুরক্ষিতভাবে পরিবারের হাতে তুলেও দেওয়া হয় পুলিশের তরফে। সেই কাজটিই নিরন্তরভাবে করে চলেছেন ঢোলাহাট থানার আইসি।
আরও পড়ুন: গ্যাস বুক না করেই ঢুকছে সাবসিডির টাকা! অবাক কান্ড বারুইপুরে
তাঁর এই সাফল্যে খুশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন। নিজের কর্মজীবনের বাকি দিনগুলিতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে এই পুরষ্কার একথা জানিয়েছেন ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ। ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সকলেও তাঁর সাফল্য কামনা করেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন দেখার আগামীতে আরও কতগুলি বাল্যবিবাহ তিনি রোধ করেন।
নবাব মল্লিক