TRENDING:

২৮ বছর পর ‘মৃত’ স্বামী ফিরলেন ঘরে...! হয়েছিল পারলৌকিক ক্রিয়াকর্ম, দেখেই তাজ্জব পরিবার, জানা গেল আসল কাহিনি!

Last Updated:

Husband Wife Story: ২৮ বছর পর ‘মৃত’ স্বামী এভাবেই ফিরলেন ঘরে! তাঁকে দেখে হতবাক পরিবার।  দু'বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছেন পরিবারের লোকজনেরা। ২৮ বছর পর সেই ‘মৃত’ স্বামী জগবন্ধু মণ্ডলই ফিরলেন বাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ২৮ বছর পর ‘মৃত’ স্বামী এভাবেই ফিরলেন ঘরে! তাঁকে দেখে হতবাক পরিবার।  দু’বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছেন পরিবারের লোকজনেরা। ২৮ বছর পর সেই ‘মৃত’ স্বামী জগবন্ধু মণ্ডলই ফিরলেন বাড়ি।
জগবন্ধু মন্ডল
জগবন্ধু মন্ডল
advertisement

বনগাঁ মহকুমার বাগদা থানার মেহেরানি কুরুলিয়া এলাকায় এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।  জানা গিয়েছে, ২৮ বছর আগে কর্মসূত্রে গুজরাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া জগবন্ধু মণ্ডল হঠাৎই ফিরে এসে দাঁড়িয়েছেন নিজের বাড়িতে। যাঁকে এতদিন মৃত মনে করে পারলৌকিক ক্রিয়াকর্ম পর্যন্ত সেরে ফেলেছিল পরিবার, তাঁকে জীবিত দেখে অবাক হয়ে যান সকলেই।

আরও পড়ুন: IIT-র ছাত্রের বিরাট চমক…! কথা বলা ‘রোবট’ থেকে মোবাইল দিয়ে জ্বালানো ‘বাল্ব’! ঢিঢি ফেলে দিল আইআইটি পড়ুয়াদের ১০০-র উপর মডেল!

advertisement

স্থানীয়দের কথায়, দুই দশকেরও বেশি সময় আগে এলাকার আরও কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাতে গিয়েছিলেন জগবন্ধু মণ্ডল। তখন বাড়িতে ছিলেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। সহযাত্রীরা ফিরলেও তিনি আর বাড়ি ফেরেননি। শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা।

View More

আরও পড়ুন: ATM থেকে টাকা Withdraw করার পরে দু’বার ‘Cancel’ বোতাম প্রেস করলেই…! কী হয়, জানুন ‘সত্যিটা’!

advertisement

বহু খোঁজখবর, এমনকি ওঝা-গুনিন-জ্যোতিষীদের কাছেও গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখান থেকেই জানানো হয় জগবন্ধু হয়ত আর বেঁচে নেই সেই খবর। শেষ পর্যন্ত কুসংস্কারের সম্মুখীন হয়ে তার পরিবার জগবন্ধুর পারলৌকিক ক্রিয়াকর্মও সম্পন্ন করেন। এদিকে, ২৮ বছরের ব্যবধানে বদলে যাওয়া চেনা এলাকা চিনতে না পারায় নিজে বাড়ি খুঁজে পাননি জগবন্ধু মণ্ডল। এলাকাবাসীরাই তাঁকে চিনে বাড়ি পৌঁছে দেন।

advertisement

আরও পড়ুন: শীতকালে সেরা রুই-সহ পাঁচ ‘মাছ’…! ভিটামিন C, D ওমেগা 3, প্রোটিনের ভাণ্ডার, হার্ট রাখে ভাল, মন রাখে চাঙ্গা, মিস করবেন না যেন!

আচমকা তাঁকে দেখে ভূত দেখার মতো অবস্থা হয় পরিবার পরিজনেদের। প্রতিবেশীরা জানান, তাঁকে ঘিরে এলাকায় গুঞ্জনও ছড়িয়েছে যে, বাঁকুড়া জেলার রায়পুর দুবালিতে নাকি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন জগবন্ধু মণ্ডল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাত মাসেই আড়াই লাখ টাকার বিক্রি, কলা চাষ করে কোটিপতি হচ্ছেন এক সময়ের প্রবাসী
আরও দেখুন

বাঁকুড়ার ভোটার তালিকায় তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে স্ত্রীর নাম। সুলেখা মণ্ডল তাঁর স্বামীর নামে উল্লেখ রয়েছে জগবন্ধু মণ্ডলের নাম। যদিও তিনি সেই দাবি অস্বীকার করেছেন। বিতর্ক উঠলেও সবচেয়ে বড় বিষয় হল ২৮ বছর পর ‘হারিয়ে যাওয়া’ পরিবারের সদস্যকে জীবিত হিসাবে ফিরে পেয়ে পরিবারে এখন খুশির হাওয়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৮ বছর পর ‘মৃত’ স্বামী ফিরলেন ঘরে...! হয়েছিল পারলৌকিক ক্রিয়াকর্ম, দেখেই তাজ্জব পরিবার, জানা গেল আসল কাহিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল