হাওড়ার বাঁকড়া এলাকায় দাম্পত্য-সংক্রান্ত সন্দেহকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর হামলা। স্ত্রীকে নিয়ে সন্দেহের জেরে প্রতিবেশী যুবকের ওপর ধারালো কাঁচি নিয়ে চড়াও হন এক ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা, আহত যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি, আর অভিযুক্ত পলাতক। অভিযোগ, স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক আছে—এই ধারণা থেকেই কাঁচি নিয়ে আক্রমণ করে শেখ ফারুক।
advertisement
ধনেপাতা খেতে খুব খারাপ লাগে যাঁদের, তাঁরা ভাল করে পড়ুন! বিজ্ঞানসম্মত ‘কারণ’ রয়েছে এর পিছনেও!
মায়াপুর যাওয়া এবার একদম সহজ! শিয়ালদহ থেকে ৩ জোড়া EMU ট্রেন পরিষেবা চালু ঘোষণা! জানুন বিশদে
ঘটনায় গুরুতর জখম হন যুবক মোহাম্মদ সরওয়ার। বর্তমানে তিনি হাওড়া হাসপাতালে ভর্তি। ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার পুরো মুহূর্ত। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই সরওয়ারের ওপর আক্রমণ চালায় ফারুক। প্রাণ বাঁচাতে সরওয়ার নিকটবর্তী এক ডাক্তারের চেম্বারে আশ্রয় নেন। কিন্তু সেখানেও গিয়ে ধারালো কাঁচি দিয়ে তাঁর ওপর হামলা চালায় ফারুক।
হামলার পর থেকেই পলাতক শেখ ফারুক। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে হাওড়া পুলিশ। ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে দাম্পত্য-সংক্রান্ত সন্দেহ ও ব্যক্তিগত রাগ-অভিমানকেই দায়ী করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। যদিও আসল কারণ জানার চেষ্টা চলছে।
