এমন কি, এই কাণ্ড ঘটানোর আগে স্ত্রীকে ফোন করে নিজেই চরম সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন পেশায় টোটোচালক ওই ব্যক্তি৷ এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল হাওড়ার (Howrah) বেলুড়ের অগ্রসেন রোডের বাসিন্দারা৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
আরও পড়ুন: পাঁচ বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে স্ত্রীকে খুন! পালানোর আগেই হাওড়ায় পুলিশের জালে স্বামী
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় টোটোচালক ওই যুবক নিশ্চিন্দার নবোদয় পল্লির বাসিন্দা৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় উপরে তাঁকে পড়ে থাকতে দেখে যুবকের কাছে থাকা মোবাইল থেকে তাঁর স্ত্রীকে ফোন করেন স্থানীয়রা ৷ ইতিমধ্যেই স্বামীর ফোন পেয়ে খোজাখুঁজি শুরু করেছিলেন স্ত্রীও ৷ স্থানীয়দের থেকে অবস্থান জানতে পেরে নিজেই এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্ত্রী৷
ওই যুবকের কাছ থেকে একটি ছোট ধারালো অস্ত্রও উদ্ধার হয়৷ তাঁর স্ত্রীর দাবি, এ দিন টোটো নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময়, সাংসারিক বিষয় ঝগড়া হয়েছিল দু' জনের মধ্যে৷ তারপর থেকে বেশ কয়েকবার ফোন করলেও স্বামী ফোন ধরেননি ৷ এর পরেই স্থানীয়দের থেকে ফোন পান তিনি৷
চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গেলেও ওই যুবকের গলায় ক্ষত রয়েছে| সন্ধ্যাবেলায় কীভাবে প্রকাশ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটলেন, কেন কেউ ওই যুবককে বাধাও দিল না তা নিয়ে প্রশ্ন উঠছে{ স্থানীয়দের দাবি, বেলুড়ের অগ্র সেন স্ট্রিট দিয়ে সন্ধ্যার পর সেরকম কেউ যাতায়াত করেন না৷ এলাকায় একটি কারখানা এবং স্কুলও আছে৷ সেই কারণেই সন্ধ্যার পর থেকেই এলাকাটি ফাঁকা হয়ে যায় ৷ তার উপরে রবিবার ছিল ছুটির দিন৷ সেই সুযোগ নিয়েই এই ঘটনা ঘটান ওই যুবক৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷