TRENDING:

ষষ্ঠীর সকালে কী কাণ্ড! বাড়ির মধ্যেই জ্যান্ত জ্বলে পুড়ে...! বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ধারালো অস্ত্র-সহ আটক

Last Updated:

Husband Sets Wife on Fire: ঘরের মধ্যেই স্ত্রীকে আটকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ধারালো অস্ত্র নিয়ে দিলেন পাহারা। রবিবার ষষ্ঠীর সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর থানার করমা গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: ঘরের মধ্যেই স্ত্রীকে আটকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যাতে কেউ বাঁচাতে আসতে না পারে তার জন্য ধারালো অস্ত্র নিয়ে দিলেন পাহারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল এলে বন্ধ ঘরের ভিতর থেকেই পুলিশকে ধারালো অস্ত্র দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী। পরে অস্ত্র-সহ ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ষষ্ঠীর সকালে স্ত্রীকে ঘরে আটকে আগুন ধরিয়ে দিলেন স্বামী
ষষ্ঠীর সকালে স্ত্রীকে ঘরে আটকে আগুন ধরিয়ে দিলেন স্বামী
advertisement

রবিবার ষষ্ঠীর সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর থানার করমা গ্রামে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম নবীন শঙ্কর মোদক। এদিন সকালে তার বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তারা খবর দেন বলরামপুর থানায়। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে পুলিশ। দমকল বিভাগেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

advertisement

আরও পড়ুনঃ পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ! বাইক নিয়ে কাজে যাওয়ার পথে সব শেষ, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! বাঁচানো গেল না NVF কর্মীকে

এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িতে নবীন মোদক ও তার স্ত্রী মাধুরী মোদক থাকতেন। কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তাঁরা আরও জানান, রবিবার সকালে অভিযুক্ত তার স্ত্রীকে বাড়ির ভিতরে আটকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ পঞ্চমীর রাতেই শুরু বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, সেরা পুজো বাছতে কালঘাম ছুটল! কারা পেল সেরার মুকুট?

ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকেই নবীন শংকর মোদককে ধারালো অস্ত্র-সহ আটক করে। অর্ধদগ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত মহিলাকে জ্যান্ত জ্বালানো হয়েছিল নাকি আগে খুন করে আগুন জ্বালানো হয়েছিল! আর কেনই বা এমন নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত! সমস্তটাই তদন্ত করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ষষ্ঠীর সকালে কী কাণ্ড! বাড়ির মধ্যেই জ্যান্ত জ্বলে পুড়ে...! বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ধারালো অস্ত্র-সহ আটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল