রবিবার ষষ্ঠীর সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর থানার করমা গ্রামে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম নবীন শঙ্কর মোদক। এদিন সকালে তার বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তারা খবর দেন বলরামপুর থানায়। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে পুলিশ। দমকল বিভাগেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িতে নবীন মোদক ও তার স্ত্রী মাধুরী মোদক থাকতেন। কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তাঁরা আরও জানান, রবিবার সকালে অভিযুক্ত তার স্ত্রীকে বাড়ির ভিতরে আটকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ পৌঁছে বাড়ি থেকেই নবীন শংকর মোদককে ধারালো অস্ত্র-সহ আটক করে। অর্ধদগ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত মহিলাকে জ্যান্ত জ্বালানো হয়েছিল নাকি আগে খুন করে আগুন জ্বালানো হয়েছিল! আর কেনই বা এমন নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত! সমস্তটাই তদন্ত করছে পুলিশ।