পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ! বাইক নিয়ে কাজে যাওয়ার পথে সব শেষ, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! বাঁচানো গেল না NVF কর্মীকে

Last Updated:

Debra Bike Accident: শনিবার রাতে ডেবরা থানা থেকে বাইক নিয়ে ডেবরা বাজার যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। পিডব্লুডি অফিসের কাছে বালিচক ডেবরা রাজ্য সড়কে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে NVF কর্মী দুখু মুর্মু। পথদুর্ঘটনায় মারা যান তিনি।

বাইক দুর্ঘটনায় NVF কর্মীর মৃত্যু
বাইক দুর্ঘটনায় NVF কর্মীর মৃত্যু
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ। কর্মরত অবস্থায় পথদুর্ঘটনায় মৃত্যু হল ডেবরা থানার এক এনভিএফ কর্মীর। মৃত এনভিএফ কর্মীর নাম দুখু মুর্মু। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকায়।
জানা যাচ্ছে, নিহত যুবক দুই মাসের জন্য ডেবরা থানায় কাজে যোগ দিয়েছিলেন পুলিশ লাইন থেকে। শনিবার রাতে ডেবরা থানা থেকে বাইক নিয়ে ডেবরা বাজার যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। পিডব্লুডি অফিসের কাছে বালিচক ডেবরা রাজ্য সড়কে ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে দুখুর বাইক। বাইক থেকে রাস্তার পাশের ঝোপে গিয়ে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থল থেকেই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চমীতে শহরের বুকে সাংঘাতিক দুর্ঘটনা! ব্যাঙ্কের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, র*ক্তাক্ত সোদপুর ফ্লাইওভার! মৃত্যু ২ যাত্রীর
পুজোর মধ্যে এই ঘটনার জেরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পঞ্চমীর রাতেই প্রাণ যায় দুখু মুর্মুর। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চমীর রাতে নেমে এল দুর্ভোগ! বাইক নিয়ে কাজে যাওয়ার পথে সব শেষ, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! বাঁচানো গেল না NVF কর্মীকে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement