কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসেন তিনি। এর পরেই, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ব্যতিক্রমী দৃশ্য—স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সেখানে ধরনায় বসেছেন স্বামী সিদ্ধার্থ মন্ডল।
চিন যেভাবে পাকিস্তানকে শক্তিশালী করছে, আর উপায় নেই! নতুন চাল, কোন দেশের সঙ্গে হাত মেলাল ভারত?
advertisement
দুঃসময় ঘনিয়ে আসছে ভারতের! ইরান-ইজরায়েল সংঘাতে কী কী বড় ক্ষতি হবে দেশের?
তবে স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করে স্ত্রী মৈত্রী সিনা মন্ডল জানান, “সিদ্ধার্থর বাবা-মা আমাকে মারধর করত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেখানে ফেরত গেলে আমার প্রাণ সংশয় আছে। তাই আর ওখানে ফিরে যাব না।”
তার ঠাকুমাও অভিযোগ করেছেন, সিদ্ধার্থ মন্ডলই মেয়ের বাবাকে মারধর করেছে। সেই কারণেই মৈত্রী সেখানে আর সংসার করতে আগ্রহী নন।
এদিকে সিদ্ধার্থ মন্ডলের অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তারা সকলেই এখন পলাতক। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবখালি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।