TRENDING:

শ্বশুরবাড়ি থেকে ফেরানো যায়নি! স্ত্রীকে ছাড়া চলছে না, পুলিশ ক্যাম্পের সামনে গিয়ে অবাক কাণ্ড স্বামীর!

Last Updated:

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে স্বামী সিদ্ধার্থ মন্ডল ধরনায় বসেছেন। স্ত্রীর পাল্টা অভিযোগ, শ্বশুরবাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যার জেরে, তিনি ফিরে যেতে চান না। কী সেগুলো?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, হিঙ্গলগঞ্জ: হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা সিদ্ধার্থ মন্ডলের অভিযোগ, গত ২০ মে তার স্ত্রী মৈত্রী সিনা মন্ডল বাপের বাড়ি যান। এরপর থেকেই তাকে আটকে রাখা হয় বলে দাবি স্বামীর। সিদ্ধার্থের দাবি, ২৬ মে তিনি স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ি গেলে, শ্বশুর ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারধর করেন এবং স্ত্রীকে ফিরতে দেননি। বাধ্য হয়ে তিনি হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর ও অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ব্যতিক্রমী দৃশ্য—স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সেখানে ধরনায় বসেছেন স্বামী সিদ্ধার্থ মন্ডল। 
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ব্যতিক্রমী দৃশ্য—স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সেখানে ধরনায় বসেছেন স্বামী সিদ্ধার্থ মন্ডল। 
advertisement

কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ধরনায় বসেন তিনি। এর পরেই, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পুলিশ ক্যাম্পের সামনে ব্যতিক্রমী দৃশ্য—স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সেখানে ধরনায় বসেছেন স্বামী সিদ্ধার্থ মন্ডল।

চিন যেভাবে পাকিস্তানকে শক্তিশালী করছে, আর উপায় নেই! নতুন চাল, কোন দেশের সঙ্গে হাত মেলাল ভারত?

advertisement

দুঃসময় ঘনিয়ে আসছে ভারতের! ইরান-ইজরায়েল সংঘাতে কী কী বড় ক্ষতি হবে দেশের?

তবে স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করে স্ত্রী মৈত্রী সিনা মন্ডল জানান, “সিদ্ধার্থর বাবা-মা আমাকে মারধর করত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সেখানে ফেরত গেলে আমার প্রাণ সংশয় আছে। তাই আর ওখানে ফিরে যাব না।”

তার ঠাকুমাও অভিযোগ করেছেন, সিদ্ধার্থ মন্ডলই মেয়ের বাবাকে মারধর করেছে। সেই কারণেই মৈত্রী সেখানে আর সংসার করতে আগ্রহী নন।

advertisement

এদিকে সিদ্ধার্থ মন্ডলের অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তারা সকলেই এখন পলাতক। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবখালি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্বশুরবাড়ি থেকে ফেরানো যায়নি! স্ত্রীকে ছাড়া চলছে না, পুলিশ ক্যাম্পের সামনে গিয়ে অবাক কাণ্ড স্বামীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল