আর এই বাদানুবাদের মধ্যে স্ত্রীকে লাঠিপেটা করেন লগেন মুর্মু। লাগেন ওই গ্রামে শ্বশুর বাড়িতে থাকে। তাদের একটি ৬ বছরের সন্তান আছে। এছাড়া বাড়িতে রয়েছে লাগেনের শ্বশুর, শাশুড়ি।
আরও পড়ুন: গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত এ রাজ্যের বাসিন্দা, বন্ধুরা প্রাণে বাঁচলেও ফিরলেন না পূর্বস্থলীর হাবিবুল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর লাগেন এবং তার শ্বশুর, শাশুড়ি গ্রামীণ অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে সাকরোকে খাওয়ার জন্য ডাকাডাকি করলেও ওঠেনি। এরপর পর রবিবার ভোরে পুলিশ স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই গ্রামে যায়।
advertisement
আরও পড়ুন: প্রাণে বাঁচল চার বছরের ছেলে, মৃত বাবা-মা! গুজরাত বিপর্যয়ে অন্ধকার নামল বহু জীবনে
ওই মহিলাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করল পুলিশ আজ আদালতে তোলা হল ৩ দিন পুলিশ হেপাজতের আবেদন করে পুলিশ।
