Gujarat Bridge Tragedy: গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত এ রাজ্যের বাসিন্দা, বন্ধুরা প্রাণে বাঁচলেও ফিরলেন না পূর্বস্থলীর হাবিবুল

Last Updated:

পূর্বস্থলী দু' নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুলের কাকা গুজরাতের মোরবিতে সোনার কাজ করতেন৷ মাস দশেক আগে সেখানে যান হাবিবুলও৷

#বর্ধমান: গুজরাতের মোরবিতে সেতু ভেঙে দুর্ঘটনায় প্রাণ হারালেন এ রাজ্যের এক বাসিন্দাও৷ মৃত যুবকের নাম হাবিবুল শেখ৷ তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা৷ জানা গিয়েছে, কয়েক মাস আগে সোনার কাজ করার জন্য গুজরাতের মোরবিতে গিয়েছিলেন হাবিবুল৷
রবিবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে মোরবির ওই ঝুলন্ত সেতুতে বেড়াতে যান তিনি৷ সেতু ভেঙে হাবিবুলের তিন বন্ধু গুরুতর আহত হলেও মৃত্যু হয় হাবিবুলের৷ ময়নাতদন্তের পর ইতিমধ্যেই তাঁর দেহ পূর্বস্থলীর বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে৷
advertisement
advertisement
পূর্বস্থলী দু' নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুলের কাকা গুজরাতের মোরবিতে সোনার কাজ করতেন৷ মাস দশেক আগে সেখানে যান হাবিবুলও৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনায় হাবিবুলের মৃত্যুর খবর পূর্বস্থলীর বাড়িতে এসে পৌঁছয়৷ এর পরেই পরিবারে নেমে আসে শোকের ছায়া৷ এ দিন সকাল থেকে প্রতিবেশীরাও হাবিবুলের বাড়ির সামনে ভিড় জমান৷
advertisement
পরিবার সূত্রে খবর, ময়নাতদন্তের পর হাবিবুলের দেহ আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে৷ সেখান থেকেই এ তাঁর দেহ পূর্বস্থলীর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gujarat Bridge Tragedy: গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত এ রাজ্যের বাসিন্দা, বন্ধুরা প্রাণে বাঁচলেও ফিরলেন না পূর্বস্থলীর হাবিবুল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement