রোদ কিংবা বৃষ্টি, পথেই মায়ের সঙ্গে দিন কাটে ছোট্ট শিশুর, শিশুকে নিজের বুকে আগলে রেখে, লক্ষ্যে অবিচল পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা সুস্মিতা। এই দৃশ্য যেকোনো মানুষের মনকে নাড়া দিতে পারে। বছর দেড়েক আগে মারা গিয়েছেন তার স্বামী। মাস দুয়েক আগে মারা গেলেন বাবাও। এই মুহূর্তে বাড়িতে রয়েছেন অসুস্থ মা আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান।
advertisement
স্কার্ট পরা মেয়েকে দেখলেই এই ‘কাজ’ করত পাইলট! গোপন ক্যামেরায় যা ধরা পড়ল… শিউরে উঠবেন!
এই কারণেই বিধবা হয়েছেন আউশগ্রামের একাধিক মহিলা! এবার বাকিদের সংসার বাঁচাতে শুরু লড়াই
সংসারের হাল ধরতে সুস্মিতার একমাত্র সম্বল এই টোটো। তাই রোজগারের তাগিদে সন্তানকে বুকে বেঁধে, বাবার রেখে যাওয়া টোটো নিয়েই বেরিয়ে পড়েছেন ভাতারের বাসিন্দা সুস্মিতা রোম। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সে। সুস্মিতা বলেন, মহিলা টোটো চালক দেখে যাত্রীরাও প্রথমদিকে টোটোতে উঠতে ইতস্তত করেছেন। কিন্তু সবার সামনে দিয়েই দৃঢ় হাতে টোটো চালিয়ে গিয়েছেন সুস্মিতা। তার মা অসুস্থ হওয়ায় ছেলেকে বাড়িতে রেখে আসতে পারে না। তাই বাধ্য হয়ে ছেলেকে বুকে বেঁধে টোটো চালাতে হয়।
আর সুস্মিতার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী থেকে তার সহকর্মীরাও। তারাও চান সুস্মিতা যেন জীবনযুদ্ধকে জয় করে এইভাবেই এগিয়ে চলে। সুস্মিতার এই লড়াই শুধু ভাতারের মানুষের কাছেই নয়, সারা রাজ্যের মানুষের কাছে এক অনুপ্রেরণা। দশ হাত না থাকলেও হয়তো এভাবেই এক নারী হয়ে ওঠেন দশভূজা। সংসারকে আঁকড়ে ধরে, জয় করেন সমস্ত প্রতিকূলতাকে।