গতকাল, শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানায় স্বামী গনি খান মণ্ডলের নামে খুনের অভিযোগ করে গৃহবধূর পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এগারো বছর আগে গনি খান মণ্ডলের সঙ্গে ভালবেসে বিয়ে হয় হাসিনার। গনি উত্তর ২৪ পরগণার বাগদার করঙতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকত। পরিবারের দাবি, ভালবেসে বিয়ে হওয়ায় প্রথমদিকে আত্মীয়-স্বজন মেনে নেয়নি তাদের সম্পর্ক। তাদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে গনি হাসিনার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত।
গতকাল পরিবারের লোকেরা হাসিনার মৃত্যুর খবর পান। তাদের দাবি, হাসিনাকে নির্মমভাবে অত্যাচার করে খুন করেছে গনি। এই মর্মে গতকাল বাগদা থানায় অভিযোগ করেন তারা। পরিবারের অভিযোগ ভিত্তিতেও অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। গনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন হাসিনার দিদি ।