TRENDING:

Crime: ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী

Last Updated:

Crime: স্ত্রীকে নির্যাতন করে তাকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, উত্তর ২৪ পরগনা: ভালবেসে বিয়ে। কিন্তু অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকে গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত স্বামী। নির্যাতন করে তাকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম হাসিনা মণ্ডল, বয়স ৩১ বছর ।
ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী     প্রতীকী ছবি
ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী প্রতীকী ছবি
advertisement

গতকাল, শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানায় স্বামী গনি খান মণ্ডলের নামে খুনের অভিযোগ করে গৃহবধূর পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: ডনবাস চাই! পুতিনের এই একটি শর্তেই মাথা ঘুরে গেল ট্রাম্পের! কোথায় এই ডনবাস, কেন চায় রাশিয়া? ওখানে কী আছে জানেন!

advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এগারো বছর আগে গনি খান মণ্ডলের সঙ্গে ভালবেসে বিয়ে হয় হাসিনার। গনি উত্তর ২৪ পরগণার বাগদার করঙতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকত। পরিবারের দাবি, ভালবেসে বিয়ে হওয়ায় প্রথমদিকে আত্মীয়-স্বজন মেনে নেয়নি তাদের সম্পর্ক। তাদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে গনি হাসিনার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত।

advertisement

আরও পড়ুন: মলমূত্রের ব্রিফকেস থেকে পরমাণু স‍্যুটকেস! রাশিয়ার প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা? পুতিনের বডিগার্ডদের কাছে কী কী থাকে জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

গতকাল পরিবারের লোকেরা হাসিনার মৃত্যুর খবর পান। তাদের দাবি, হাসিনাকে নির্মমভাবে অত্যাচার করে খুন করেছে গনি। এই মর্মে গতকাল বাগদা থানায় অভিযোগ করেন তারা। পরিবারের অভিযোগ ভিত্তিতেও অভিযুক্ত গনিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। গনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন হাসিনার দিদি ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ভালবেসে বিয়ে, কিন্তু তারপর থেকেই...স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল