Putin-Trump Meeting: ডনবাস চাই! পুতিনের এই একটি শর্তেই মাথা ঘুরে গেল ট্রাম্পের! কোথায় এই ডনবাস, কেন চায় রাশিয়া? ওখানে কী আছে জানেন!

Last Updated:
Putin-Trump Meeting: সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল দখল নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন পুতিন।
1/11
প্রায় তিন বছর ধরে যুদ্দে রত রাশিয়া-ইউক্রেন। সেই যুদ্ধ থামানোর প্রচেষ্টায় গত শুক্রবার আলাস্কায় মুখোমুখি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রায় তিন বছর ধরে যুদ্দে রত রাশিয়া-ইউক্রেন। সেই যুদ্ধ থামানোর প্রচেষ্টায় গত শুক্রবার আলাস্কায় মুখোমুখি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
2/11
যুদ্ধ থামাতে কি রাজি রাশিয়া? বৈঠক শেষে অবশ‍্য এ প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি দুই রাষ্ট্রনেতা। তবে সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল দখল নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন পুতিন।

যুদ্ধ থামাতে কি রাজি রাশিয়া? বৈঠক শেষে অবশ‍্য এ প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি দুই রাষ্ট্রনেতা। তবে সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল দখল নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন পুতিন।
advertisement
3/11
রিপোর্ট অনুযায়ী, আলাস্কার বৈঠকে যুদ্ধবন্ধের একটি অ‍ন‍্যতম শর্ত হিসেবে এই ডনবাস অঞ্চলের সমঝোতা নিয়ে আলোচনা করেছেন পুতিন এবং ট্রাম্প। ইউক্রেন যদি পূর্ব ডনেস্ক এবং লুহান্স্ক অঞ্চল থেকে সৈন‍্য সরিয়ে নেয়, তাহলেই দক্ষিণ ইউক্রেনে হামলা করা বন্ধ করে দেবেন পুতিন!
রিপোর্ট অনুযায়ী, আলাস্কার বৈঠকে যুদ্ধবন্ধের একটি অ‍ন‍্যতম শর্ত হিসেবে এই ডনবাস অঞ্চলের সমঝোতা নিয়ে আলোচনা করেছেন পুতিন এবং ট্রাম্প। ইউক্রেন যদি পূর্ব ডনেস্ক এবং লুহান্স্ক অঞ্চল থেকে সৈন‍্য সরিয়ে নেয়, তাহলেই দক্ষিণ ইউক্রেনে হামলা করা বন্ধ করে দেবেন পুতিন!
advertisement
4/11
পশ্চিমী সংবাদমাধ‍্যমগুলির দাবি, এই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। কিন্তু এই ডনেস্ক অঞ্চলের দিকেই কেন নজর পুতিনের? কী কারণে এই অংশটিকে রাশিয়ার দখলে আনতে চান প্রেসিডেন্ট পুতিন?

পশ্চিমী সংবাদমাধ‍্যমগুলির দাবি, এই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। কিন্তু এই ডনেস্ক অঞ্চলের দিকেই কেন নজর পুতিনের? কী কারণে এই অংশটিকে রাশিয়ার দখলে আনতে চান প্রেসিডেন্ট পুতিন?
advertisement
5/11
ইউক্রেনের ডনেস্ক এবং লুহান্স্ক, এই দুই অঞ্চলকেই মিলিতভাবে বলা হয় ডনবাস অঞ্চল (ডনবাস রিজিয়ন)। বর্তমান পরিস্থিতিতে লুহান্স্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ডোনেত্স্কের ক্রামাটোর্স্ক এবং স্লোভিয়ান্স্ক এর মতো এলাকা এখনও ইউক্রেনের কাছে রয়েছে।
ইউক্রেনের ডনেস্ক এবং লুহান্স্ক, এই দুই অঞ্চলকেই মিলিতভাবে বলা হয় ডনবাস অঞ্চল (ডনবাস রিজিয়ন)। বর্তমান পরিস্থিতিতে লুহান্স্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ডোনেত্স্কের ক্রামাটোর্স্ক এবং স্লোভিয়ান্স্ক এর মতো এলাকা এখনও ইউক্রেনের কাছে রয়েছে।
advertisement
6/11
এই অঞ্চলটি ইউক্রেনের মানচিত্রে একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ডনবাস ইউক্রেনের শক্তি এবং শিল্পের কেন্দ্র। কয়লা, ভারী শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে এই এলাকায়। এই অঞ্চলটি ইউক্রেনের মানচিত্রে একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ডনবাস ইউক্রেনের শক্তি এবং শিল্পের কেন্দ্র। কয়লা, ভারী শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে এই এলাকায়।
এই অঞ্চলটি ইউক্রেনের মানচিত্রে একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ডনবাস ইউক্রেনের শক্তি এবং শিল্পের কেন্দ্র। কয়লা, ভারী শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে এই এলাকায়।
advertisement
7/11
এমন পরিস্থিতিতে রাশিয়া যদি ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল করে নেয়, তাহলে ইউক্রেনের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ ধসে যাবে। ইউক্রেনের উপর দখলদারি করা আরও সহজ হয়ে যাবে মস্কোর।
এমন পরিস্থিতিতে রাশিয়া যদি ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল করে নেয়, তাহলে ইউক্রেনের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ ধসে যাবে। ইউক্রেনের উপর দখলদারি করা আরও সহজ হয়ে যাবে মস্কোর।
advertisement
8/11
শুধু তাই নয়, সুরক্ষার দিক থেকেও ডনবাস অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সেনা এখানেই ২০১৪ সাল থেকে শক্তিশালী বাঙ্কার, খাই এবং মাইনফিল্ড তৈরি করেছে। বর্তমান যুদ্ধেও রাশিয়ার অগ্রগতিত রুখতে ইউক্রেনের শক্তিশালী হাতিয়ার ডনবাস। এই অঞ্চল হাতে পেয়ে খারকিভ, পোলতাভা এবং ডনিপ্রোর মতো ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ঢোকার পথ আরও প্রশস্ত হয়ে যাবে রাশিয়ার কাছে।
শুধু তাই নয়, সুরক্ষার দিক থেকেও ডনবাস অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সেনা এখানেই ২০১৪ সাল থেকে শক্তিশালী বাঙ্কার, খাই এবং মাইনফিল্ড তৈরি করেছে। বর্তমান যুদ্ধেও রাশিয়ার অগ্রগতিত রুখতে ইউক্রেনের শক্তিশালী হাতিয়ার ডনবাস। এই অঞ্চল হাতে পেয়ে খারকিভ, পোলতাভা এবং ডনিপ্রোর মতো ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ঢোকার পথ আরও প্রশস্ত হয়ে যাবে রাশিয়ার কাছে।
advertisement
9/11
রাশিয়াকে ডনবাস অঞ্চল ছাড়ার প্রস্তাব শুরুতেই নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইউরোপের অন‍্যান‍্য দেশগুলিও।
রাশিয়াকে ডনবাস অঞ্চল ছাড়ার প্রস্তাব শুরুতেই নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইউরোপের অন‍্যান‍্য দেশগুলিও।
advertisement
10/11
জার্মানি এবং ব্রিটেন বলেছে যে ইউক্রেনের সীমা জোরপূর্বক পরিবর্তন করা যাবে না, যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
জার্মানি এবং ব্রিটেন বলেছে যে ইউক্রেনের সীমা জোরপূর্বক পরিবর্তন করা যাবে না, যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
advertisement
11/11
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গেও বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট। তারিখ নির্ধারিত হয়নি এখনও। তবে ট্রাম্পের এই উদ‍্যোগ ঠিক কতটা ফলপ্রসূ হবে, তার উত্তর এখন সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গেও বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট। তারিখ নির্ধারিত হয়নি এখনও। তবে ট্রাম্পের এই উদ‍্যোগ ঠিক কতটা ফলপ্রসূ হবে, তার উত্তর এখন সময়ের অপেক্ষা। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement