পুলিশ সুত্রে জানা যায়, গাঁজা পাচারে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত দু’জনে স্বামী ও স্ত্রী। ধৃতদের নাম জেনটু শেখ (৪৫) ও মানোয়ারা বিবি (৩৪), উভয়ের বাড়ি লালগোলা থানার কদমতলার শিশুর মোড় নসিপুর এলাকায়। সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার লালগোলা থানার নসিপুর এলাকায় লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্ব পুলিশের একটি দল একটি বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কেজি ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপর বাড়িতে গাঁজা রাখার অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেফতার করে থানায়।
advertisement
আরও পড়ুন: আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছেন মমতা, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রীর
অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের ৮ (আট) দিনের পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। কী কারনে গাঁজা বাড়িতে মজুত করছিল এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে বলেই পুলিশ সুত্রে জানা গিয়েছে।
