TRENDING:

Humayun Kabir: 'আমাকে সরিয়ে আরও বেশি লুটপাট হবে', তৃণমূলের শোকজ পেয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

Last Updated:

Humayun Kabir: তবে কি দল থেকে বহিষ্কার? শোকজের পাল্টা নতুন দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন কবীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: শেষ পর্যন্ত হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল রাজ্য নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দেওয়ায় এবং দল বিরোধী মন্তব্য করায় রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ চিঠি পাঠানো হয়েছে হুমায়ুন কবীরকে। তবে কি দল থেকে বহিষ্কার? শোকজের পাল্টা নতুন দল তৈরির ঘোষণা করেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর
হুমায়ুন কবীর
advertisement

পঞ্চায়েত ভোটে তাঁর নিজের অনুগামীরা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রার্থী মনোনয়নে বিধায়ককে গুরুত্ব না দেওয়ায় প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একাধিক আসনে হুমায়ুন কবীরের নেতৃত্বে নির্দল প্রার্থী দেওয়া হয়। এরপরেই জেলা সভাপতি শাওনী সিংহ রায়ের অপসারণের দাবিতে সরব হয়ে ওঠেন তিনি। কিন্তু তারপর ভোটপর্ব মিটতেই হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল রাজ্য নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন: কথায় কথায় আঙুল ফাটান? এতে হাড়ের ক্ষয়-আর্থারাইটিসের ভয়, নাকি জাস্ট আরাম? চমকে যাবেন শুনলে

এই বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘চক্রান্তকারীরা এই সব কাজ করছেন। এর আগেও আমাকে শো কজ করা হয়েছিল। সেদিন আমি আকাশ থেকে পড়েছিলাম, বিনা মেঘে বজ্রপাতের মতো। ২০১৫ সালে আমাকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। চক্রান্তের শিকার হয়ে ২০১৬ সালের বিধানসভা ভোটে আমি লড়াই করতে পারিনি। রাজনৈতিক লড়াই আমি জানি। লড়ে জিততেও জানি। আর অন্যায়কে অন্যায় বলতেও জানি।’

advertisement

আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন

হুমায়ুনের দাবি, ‘সুব্রত বক্সির সই করা একটি চিঠি আমি পেয়েছি। সাতদিনের মধ্যে চিঠির উত্তর দিতে বলেছে। আগামী সোমবার বিধানসভা শেষ করার পর আমি সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করে উত্তর দিয়ে দেব। তবে চক্রান্তকারীদের কথায় তৃণমূল কংগ্রেস করার অধিকার আমার থেকে ছিনিয়ে নেওয়া হলে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে আমি সারা পশ্চিমবঙ্গব্যাপী নতুন দল গঠন করব। আমার অনেক অনুগামী রয়েছে। যাদের সমর্থনে আমি অন্যায়কে অন্যায় বলতে পারি। চক্রান্তকারীরা চেষ্টার করছে হুমায়ুনকে সরিয়ে আরও বেশি করে লুটপাট করার। কিন্তু সেটা হবে না। যখনই মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই তারা একটা শেষ চেষ্টা করে লড়াই করার, আমিও করব।’

advertisement

প্রণব বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humayun Kabir: 'আমাকে সরিয়ে আরও বেশি লুটপাট হবে', তৃণমূলের শোকজ পেয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল