আরও পড়ুনঃ মঙ্গলেও সকাল থেকে শুরু বৃষ্টি! কমবে কি তাপমাত্রা? দেখে নিন আপডেট
কখনও আবার লোকের বাড়িতে মজুর খাটতে যাওয়াই ভরসা। বহু বছর আগে আগুনে পুড়ে দু-পা অকেজো হয়ে যায় হাফিজুলের। হাঁটুতে ভর করে এদিক ওদিক যাতায়াত করতে হয় তাঁকে। চোখে মুখে তাঁর কষ্টের ছাপ স্পষ্ট। তবুও হাসিমুখে দুঃখ জয় করে টোটো নিয়ে সকাল থেকে যাত্রী বইতে বের হয় তিনি। লক্ষ্য পরিবার, ছেলেদের মুখে হাসি ফোটানো। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই ছোট ছোট ছেলে রয়েছে। তাদের পড়াশুনার পাশাপাশি সংসার চালাতে ভরসা এই টোটো। বাকি সময়ে লোকের বাড়িতে চাষের কাজ করতে যেতে হয় হাফিজুল ও তার স্ত্রীকে।
advertisement
সরকারি সুবিধা বলতে পেয়েছেন প্রতিবন্ধী ভাতা, কিন্তু আর কিছু পাননি তিনি। সামান্য রোজগারে কি আর সংসার চলে? সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ভয় কাটিয়ে তাঁর টোটোতে চড়েন যাত্রীরা। তাঁরাও চান, হাফিজুলকে সাহায্য করা হোক। কতদিন এভাবে কষ্টে চলবে তাঁর সংসার? হাসি কি সত্যি মলিন হয়ে যাবে, প্রশ্ন সকলের।
Ranjan Chanda