TRENDING:

Saraswati Puja 2025: দেখতে কিউট! এসে গেল মডার্ন সরস্বতী প্রতিমা, দাম বেশি হলেও সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা

Last Updated:

Saraswati Puja 2025: জেলার বাজারে এবার চাহিদা বেড়েছে মডার্ন এই সরস্বতী প্রতিমার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বাগদেবীর আরাধনায় এবার মিষ্টি এই সরস্বতী প্রতিমাই মন কাড়ছে সকলের। সাবেকি সরস্বতী প্রতিমা দেখে যেখানে অভ্যস্ত বাঙালিরা, সেই জায়গায় দাঁড়িয়ে আধুনিক সাজে কার্টুন চরিত্রের আদলে এই সরস্বতী প্রতিমার চাহিদা এখন তুঙ্গে বলছেন মৃৎশিল্পীরা। তবে চাহিদা থাকলেও কারিগর না মেলায় অর্ডার আসলেও ফিরিয়ে দিতে হচ্ছে ক্রেতাদের।
advertisement

মূলত সাবেকি সরস্বতী বিনা হাতে সোলার কাজ, পায়ে কাছে রাজহাঁস দেখা যায় দেবীর। সেই একই রকমভাবে বিনা ও হাঁস সহযোগে এই সরস্বতী মূর্তি একই ধরনের হলেও দেবীপ্রতিমার মুখমণ্ডলী একেবারে কার্টুন চরিত্রের আদলে, দেখতে এতটাই কিউট লাগছে যে এখন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের এই সরস্বতী প্রতিমার বায়না করতে চাইছেন সাধারণ মানুষজন। বাচ্চারাও বেশ পছন্দ করছে এই মূর্তি। মূলত ফ্ল্যাট কালচারে ছোট জায়গার মধ্যেই সারতে হয় পুজো। তাই সারা বছর এই সরস্বতী প্রতিমা ঠাকুর ঘরে সাজিয়ে রাখার জন্য এই ধরনের ছোট মূর্তিরও অর্ডার আসছে ব্যাপক পরিমাণে। তবে শুধু বাড়ির জন্যই নয়, ক্লাব সংগঠনের তরফেও আধুনিক ধরনের এই মর্ডান সরস্বতী প্রতিমা পুজোর জন্য অগ্রিম অর্ডার দেওয়া হয়েছে বলেও জানালেন বারাসাতের মৃৎশিল্পীরা।

advertisement

আরও পড়ুন: রাজ্য সরকারের বড় উদ্যোগ! মিলছে ২৫ হাজার টাকা ভাতা, কপাল খুলল ৮১৫ জনের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ছাঁচের বদলে একেবারেই হাতের ছোঁয়ায় তৈরি করতে হয় এই প্রতিমা। সূক্ষ্ম কাজ হওয়ায় এই প্রতিমা তৈরিতে সময় লাগে অনেকটাই। তবে সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকেই বহু ক্রেতা এই ধরনের সরস্বতী প্রতিমার জন্য অর্ডার দিতে চাইলেও এখন আর সেই অর্ডার নিতে পারছেন না শিল্পীরা। দামের দিক থেকে দেখলেও এই কার্টুন চরিত্রের আদলে সরস্বতী প্রতিমা অনেকাংশেই মহার্ঘ। যেখানে সাবেকি প্রতিমা তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে এ ধরনের মর্ডান সরস্বতী প্রতিমার দাম প্রায় সাত থেকে নয় হাজার টাকা। তবে মৃৎশিল্পীরা এই সরস্বতী প্রতিমার চাহিদা লক্ষ্য করে আগামী দিনে আশার আলো দেখছেন তা বলাই যায়। তাই জেলার বাজারে সাবেকি প্রতিমার পাশাপাশি এখন দেখা মিলছে কিউট মর্ডান এই ধরনের বাগদেবীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: দেখতে কিউট! এসে গেল মডার্ন সরস্বতী প্রতিমা, দাম বেশি হলেও সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল