বিষ দিয়ে পাখি মেরে ফেলার অভিযোগ উঠল এলাকায়। রবিবার বেলদা থানার হেমচন্দ্র পঞ্চায়েতের আম্বিডাঙর এলাকার ঘটনা। গাছের নীচে পড়ে থাকতে দেখা যায় পাখির মৃতদেহ। এদিন মৃত পাখিগুলিকে সংগ্রহ করেছে বেলদা বন দফতর। বন দফতর জানাচ্ছে, বেশ কয়েকটি হরিয়াল ও মৃত বসন্তবৌরি পাখি উদ্ধার করা হয়েছে। এলাকার কোনও মানুষ বিষ প্রয়োগ করে পাখি মারতে পারেন বলে অনুমান বন বিভাগের। এদিন এলাকায় পৌঁছে মাইক প্রচার করে বন দফতর। মানুষকে সচেতন করা হয়। বন দফতর সূত্রে খবর, এলাকায় কয়েকটি বট গাছ রয়েছে। যার ফল খেতে আসে পাখিগুলি।
advertisement
বন দফতর জানাচ্ছে, সোমবার পাখিগুলির ময়নাতদন্ত করবে দফতর। বেলদা বন দফতরের আধিকারিক তৌহিদ আনসারি বলেন, ‘বিষ বা কোনও কিছু দিয়ে পাখিগুলিকে মারা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ হবে।’ তবে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর।পরিবেশপ্রেমী যুবক সন্দীপ দাস বলেন, রবিবার ও সোমবার একাধিক মরা পাখি উদ্ধার করা হয়েছে। অনেক পাখি আসে এলাকায়, এমন মৃত্যু কাঙ্ক্ষিত নয়।
বন বিভাগের তরফে এলাকায় এদিন সচেতনতার ফ্লেক্স টানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এলাকায় সচেতনতার কর্মসূচি করা হবে। এলাকাবাসীরা জানাচ্ছেন, পাখি মেরে ফেলার সংখ্যাটা আরও বেশি।






