TRENDING:

HS Exam 2023: উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে উত্তরপত্র কী করল ছাত্রী? এমন কাণ্ড কখনও ঘটেনি! মাথায় হাত পড়ে যাবে

Last Updated:

HS Exam 2023: পরীক্ষা দিয়ে ওই ছাত্রী বাড়ি পৌঁছনো মাত্রই পুলিশ সেখানে চলে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এমন কাণ্ড ঘটেছে কিনা প্রশ্ন রয়েছে। তবে ঘটলেও সম্প্রতি এমন ঘটনা বেশ চাঞ্চল্যকর। এবারের উচ্চ মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা ছিল শনিবার। সেই পরীক্ষা দিয়ে উত্তরপত্রের জায়গায় প্রশ্নপত্র জমা দিয়ে উত্তরপত্র নিয়েই বাড়ি ফেরেন এক ছাত্রী। ঝাড়গ্রামের এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের একটি স্কুলের ওই পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র ছিল শহরেরই আর একটি স্কুলে। এ দিন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওই ছাত্রী টোটো চেপে বাড়ি ফেরে। তার দাবি, সে বুঝতেই পারেনি যে, ভুল করে উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে এসেছে। তবে তত ক্ষণে পরীক্ষাকেন্দ্রে তোলপাড় চলছে।

আরও পড়ুন: ভাত না রুটি, কী খেলে শরীরে জমবে না মেদ? রইল চট করে বুঝে নেওয়ার ফর্মুলা

advertisement

উত্তরপত্র মেলানোর সময় বিষয়টি নজরে আসে স্কুলের। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে ওই পরীক্ষার্থীর বাড়ি গিয়ে উত্তরপত্র উদ্ধার করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা ফোন করে ওই পরীক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষিকার থেকে ছাত্রীর ঠিকানা জানেন। তার পর পুলিশ নিয়ে দুই স্কুলের কর্মীরা ছাত্রীর বাড়িতে পৌঁছন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথম বাইরে গিয়ে এভাবে পরীক্ষা দিচ্ছে। কারণ করোনার কারণে তাঁদের মাধ্যমিক হয়নি।

advertisement

আরও পড়ুন: শুষনি শাক, নাম শুনেছেন? শাক দিয়ে কী কাণ্ডটাই না ঘটালেন পিংলার যুবক! তাকিয়ে গোটা দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পরীক্ষা দিয়ে ওই ছাত্রী বাড়ি পৌঁছনো মাত্রই পুলিশ সেখানে চলে যায়। প্রশ্নের মুখে সে জানায়, উত্তরপত্র জমা দিয়েছে। কিন্তু তার ব্যাগ খুলে দেখা যায়, ভিতরে রয়েছে উত্তরপত্রটি। সেখানেই খাতা জমা নেওয়া হয়। ওই পরীক্ষার্থীর দাবি, 'আমি প্রশ্নপত্র ভেবেই ভুল করে ব্যাগে উত্তরপত্রটা ঢুকিয়ে নিয়েছিলাম।' ঘটনা জানাজানি হতেই এমন ভুল কী করে হয়, সেই প্রশ্ন উঠেছে। পরিদর্শকই বা কী করে প্রশ্নপত্র জমা নিলেন, প্রশ্ন সেখানেও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Exam 2023: উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে উত্তরপত্র কী করল ছাত্রী? এমন কাণ্ড কখনও ঘটেনি! মাথায় হাত পড়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল