সূত্রের খবর, শিবপুর কাজীপাড়া থেকে খুরুট এলাকার বাড়ি ফিরছিলেন এক মহিলা যাত্রী। সেই সময় ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে টোটো চালকের সঙ্গে শুরু হয় তর্ক। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং টোটো চালক প্রকাশ্যে ওই মহিলাকে জুতো দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে অসহায় অবস্থায় পড়ে যান ওই মহিলা। আশপাশের লোকজন জড়ো হলেও কেউ সাহস করে প্রতিরোধ করেননি বলে জানা গেছে।
advertisement
শুধু যাত্রীরা নন, এক বিমানের চাপে শেষ আরও ৩৩ প্রাণ! ভাঙা প্লেনের পিছন থেকেও যা পাওয়া গেল…!
সাদা চাঁদের মতো, নাকি কালো? আপনার নখে রয়েছে এই দাগ? শরীরে কিসের ঘাটতি, জেনে নিন!
ঘটনার পরেই আক্রান্ত মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
এটা নতুন নয়—হাওড়া শহরে টোটো চালকদের দাপট নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমে আছে সাধারণ মানুষের মধ্যে। এক সপ্তাহ আগেই, নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা পুলিশ কর্মীর। শুধু তাই নয়, শহরের বিভিন্ন এলাকায় টোটো চালকদের বিরুদ্ধে যাত্রী হেনস্থার অভিযোগ উঠছে প্রতিদিনই।
দেবাশিস চক্রবর্তী