মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন ভোরে দুর্ঘটনাটি ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে দুর্ঘটনা। জাঁকিয়ে শীত পড়েছে শহরে। সেই সঙ্গে কুয়াশাটার দাপট রয়েছে। এমতাবস্থায় জাতীয় সড়কে খুব বেশি দূর পর্যন্ত চালকের নজর পৌঁছানো কঠিন। তার মধ্যেই জাতীয় সড়কে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। তাতেই দুর্ঘটনার আশঙ্কা প্রবল। এদিন ভোররাতে কুয়াশা আচ্ছন্ন রাস্তার উপর এক পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সেই সময় মেদিনীপুর থেকে হাওড়ায় ফেরার পথে দুর্ঘটনার কবলে মুরগির গাড়ি।
advertisement
কলকাতাগামী লেনে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে মুরগির গাড়িটি। মুরগির গাড়িতে চালক-সহ মোট তিনজন ছিলেন। সজোরে এসে ধাক্কা লাগায় ঘটনায় প্রাণ হারান গাড়িতে থাকা দু’জন। গুরুতর আহত তৃতীয় ব্যক্তি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনা ঘটা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। পুলিশ পৌঁছে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা যায়, দুর্ঘটনায় মৃত চালক এবং অন্য একজনের বাড়ি ঘোড়াঘাটা সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।






