পথচলতি মানুষ দেখলেই হঠাৎ একদল কুকুর ধেয়ে আসছে। কুকুরের তাড়া খেয়ে ভয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও যেমন রয়েছে, তেমনই কুকুরের কামড়ের ঘটনা এলাকায় বেড়ে চলেছে। এমন অবস্থায় সমস্যায় পড়েছে বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসার পড়ুয়ারা। স্কুলে যাবার রাস্তায় এবং মাদ্রাসার সামনে দল বেঁধে কুকুর ঘোরাফেরা করছে। একা ছাত্র-ছাত্রী পৌঁছতে গেলে কুকুরের দল মাঝে মধ্যেই কামড় দিতে আসছে। ইতিমধ্যেই বেশ কিছু জনকে কামড় বসিয়েছ, ফলে আতঙ্ক বেড়েছে এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই কুকুরে কামড়ানোর দু-একটা ঘটনা সামনে আসে। সেই সমস্যা সাধারণ বিষয়। কিন্তু ইদানিং কুকুরের কামড় বেড়ে গিয়েছে। হেঁটে রাস্তা পারাপার করলে মানুষের পিছু নিচ্ছে কুকুরের দল। ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে সমস্যায় পড়েছে শিশুরা। এমত অবস্থায় স্থানীয় মানুষের দাবি, প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। যাতে মানুষের মধ্যে আতঙ্ক দূর হয়। এলাকার মানুষজন নিশ্চিন্তে ঘরের বাইরে বের হতে পারেন।