TRENDING:

Howrah News: নিয়ম ভেঙে প্ল্যাটফর্মে দাপিয়ে বেরাচ্ছে ব্যাটারি চালিত গাড়ি! হাওড়া স্টেশনের কুলিদের ভাড়ায় টান, বাধ্য হয়ে রেল প্রশাসনের দারস্থ

Last Updated:

Howrah News: হাওড়া স্টেশনের কুলিরা আর্থিক সঙ্কটে ভুগছেন। নিয়ম ভেঙে স্টেশনে দাপিয়ে বেরাচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। রেল প্রশাসনের কাছে কুলিদের স্পষ্ট দাবি, ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার নিয়ে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: হাওড়া স্টেশনে দিন দিন বাড়ছে কুলিদের সমস্যা! বিশেষভাবে সক্ষম যাত্রী, বয়স্ক মানুষ ও জরুরি পরিস্থিতির যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ চালু করেছিল ব্যাটারি চালিত গাড়ি। উদ্দেশ ছিল – দ্রুত ও নিরাপদে তাদের স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া। কিন্তু অভিযোগ, সেই বিশেষ পরিষেবার গাড়িগুলিই এখন ব্যবহার করা হচ্ছে সাধারণ যাত্রীদের চাপ বহন করতে। শুধু যাত্রী নয়, সঙ্গে লাগেজ, বাক্স, ব্যাগ – সবই তোলা হচ্ছে ব্যাটারি চালিত গাড়িতে। ফলে যাত্রীরা কুলি ভাড়া না করেই মালপত্র নিয়ে সহজেই বেরিয়ে যাচ্ছেন। এতে কাজ কমে যাচ্ছে কুলিদের, যা সরাসরি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement

কুলিদের অভিযোগ, ব্যাটারি গাড়ির উপর নজরদারি নেই। যাদের জন্য এই পরিষেবা, তাদের অনেকেই গাড়ি পাচ্ছেন না। সাধারণ যাত্রীদের লাগেজ বহনে এই গাড়ি ব্যবহার করায় কুলিদের আয়ের পথ ক্রমশ সংকুচিত হচ্ছে। যেখানে উদ্দেশ ছিল, বিশেষ শ্রেণির যাত্রীদের দ্রুত ও নিরাপদ পরিষেবা দেওয়া, সেখানে এখন ব্যাটারি চালিত ওই গাড়িতে সাধারণ যাত্রীদের পাশাপাশি বড় বড় লাগেজ, ব্যাগ, বাক্স অনায়াসে বহন করা হচ্ছে। এতে প্রতিদিনই কাজ হারাচ্ছেন কুলিরা, কমছে আয়।

advertisement

আরও পড়ুনঃ বয়স কেবলই সংখ্যা! ‘রান রঞ্জন রান’ মন্ত্রে ম্যারাথনে ছুটছেন পঞ্চাশোর্ধ্ব ম্যাঙ্গো, অবাক করা প্রতিভা

কুলিদের অভিযোগ আরও গুরুতর, ব্যাটারির গাড়িতে লাগেজ তোলা হচ্ছে নিয়ম ভেঙে, অথচ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কুলিদের দাবি, অনেক সময় ব্যাটারি গাড়ির চালকেরা অতিরিক্ত টাকার লোভে সাধারণ যাত্রীদের মালপত্র তুলছেন। যার ফলে নির্দিষ্ট যাত্রী, বিশেষভাবে সক্ষম, প্রৌঢ়, রোগী – গাড়ি না পেয়ে প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কম খরচে সহজ পদ্ধতিতে চাষে লাভ এনে দিতে পারে মুসুর, খেসারি ও সরিষা!
আরও দেখুন

অন্যদিকে কুলিরা দাঁড়িয়ে থেকেও কাজ পাচ্ছেন না। এক দিনে যেটুকু রোজগার হওয়ার কথা তার অর্ধেকও হচ্ছে না। কুলিদের মতে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে রোজগারের অভাবে অনেকেই পেশা ছাড়তে বাধ্য হবেন। রেল প্রশাসনের কাছে কুলিদের স্পষ্ট দাবি, ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার নিয়ে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হোক। না হলে চলতে থাকা এই বিশৃঙ্খলায় আরও গভীর সংকটে পড়বে হাওড়া স্টেশনের কুলি ও তাদের পরিবাররা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: নিয়ম ভেঙে প্ল্যাটফর্মে দাপিয়ে বেরাচ্ছে ব্যাটারি চালিত গাড়ি! হাওড়া স্টেশনের কুলিদের ভাড়ায় টান, বাধ্য হয়ে রেল প্রশাসনের দারস্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল