TRENDING:

ইলেকট্রিক তার ফাটছে পটকা-বাজির মত...! সানপুরে আতঙ্কের রেশ কাটছে না মানুষের

Last Updated:

ইলেকট্রিক তার দাউ দাউ করে জ্বলে উঠল, পটকা বাজির মত বিকট শব্দ, পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক মানুষের মনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে ইলেকট্রিক পোস্টের তার! শুক্রবার ভর সন্ধ্যায় হাওড়ার সানপুর মোড়ে এমনই ঘটনা। রীতিমত পটকা বাজির মত পুড়ছে ইলেকট্রিক তার, সেই সঙ্গে বিকট শব্দ। এমন ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। সমস্ত এলাকা ভিজে থমকে পড়েছে যান চলাচল।
advertisement

বর্ষার সময় ইলেকট্রিক শক লাগার বেশি সম্ভাবনা থাকে। ইলেকট্রিক তার ছিঁড়ে প্রাণহানির মত ঘটনার সাক্ষী রয়েছে শহর। বর্ষা মানুষকে ইলেকট্রিক শক লাগার আতঙ্ক গ্রাস করে। জমা জল এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন, এরই মধ্যে সানপুরে ইলেকট্রিক ল্যাম্প পোস্টের তার ছিঁড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আরও পড়ুন: একটি গাছেই লুকিয়ে রয়েছে ‘আসানসোল’ নামের রহস্য…! জানেন না অনেকেই, সেই গাছকেই বাঁচাতে উঠেপড়ে লাগল কলেজ

advertisement

View More

শুক্রবার হাওড়ায় এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে প্রশাসন এবং ইলেকট্রিক কর্মীরা পৌঁছে পরিস্থিত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রথমেই ইলেকট্রিক বিচ্ছিন্ন করে ছিঁড়ে যাওয়া তার মেরামতি করেন। সেখানে মেরামতির কাজ চলাকালীন বিকল্পভাবে ইলেকট্রিক সংযোগ করা হয়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

শুক্রবার রাত পর্যন্ত ইলেকট্রিক পোস্ট থেকে থেকে বিচ্ছিন্ন হওয়া তার পরিবর্তন এবং মেরামতির কাজ চলে। এলাকার অন্যান্য পোস্ট এবং ইলেক্ট্রিক তার প্রাথমিকভাবে পরীক্ষা করে নেওয়া হয়। শনিবার সকাল থেকে স্বাভাবিক যান চলাচল ইলেকট্রিক পরিষেবা থাকলেও প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মধ্যে আতঙ্কের ছাপ রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইলেকট্রিক তার ফাটছে পটকা-বাজির মত...! সানপুরে আতঙ্কের রেশ কাটছে না মানুষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল