শিক্ষাক্ষেত্রে স্কলারশিপ শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথীর মত সরকারি নানা সুযোগ-সুবিধা রয়েছ। যা ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে। বর্তমান সময়ে সরকারি সুযোগ সুবিধার আওতায় খুব সহজেই স্কুলের গন্ডি পার করছে। তবে এই সময়ও অল্প সংখ্যক হলেও বিভিন্ন কারণে স্কুলছুট হওয়ার ঘটনাও সামনে আসে। সে রকমই শ্যমাপুর ১ ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাখোলা ও শিবগঞ্জ দুই গ্রামের তিন জন ছাত্রী স্কুলছুট হওয়ার ঘটনা সামনে আসে। স্কুল শিক্ষক ও ব্লক আধিকারিকদের সঙ্গে নিয়ে ছাত্রীদের বাড়িতে পৌঁছন শ্যামপুর ১ নং ব্লক সমষ্টি অধিকারী তন্ময় কার্জি।
advertisement
আরও পড়ুন: মুঠোফোনের যুগে যাত্রা প্রতিযোগিতা…! সেরা কারা? নাম জানলে গর্বে বুক ভরে যাবে হাওড়ার বাসিন্দাদের
এ প্রসঙ্গে হাওড়ার শ্যামপুর ১ ব্লক সমষ্টি আধিকারিক তন্ময় কার্জি জানান, নবম শ্রেণীতে পাঠরত ছাত্রী স্কুলছুট হওয়ার কারণ অর্থনৈতিক সমস্যা। অন্য ছাত্রী মাধ্যমিকের কৃতকার্য না হয়ে, সহপাঠীদের থেকে পিছিয়ে পড়ে। যে কারণে স্কুলছুট হওয়ার ঘটনা। ছাত্রী এবং পরিবারকে বোঝান ছাত্র-ছাত্রীদের লেখাপড়া তাদের ভবিষ্যৎ উন্নতি করবে। স্কুলে পঠন-পাঠনের পাশাপাশি ভোকেশনাল কোর্সের সুযোগ সুবিধা রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, ছাত্রছাত্রী এবং তার পরিবার তাদের উদ্যোগে সারা দিয়ে পুনরায় পঠনপাঠন শুরু করতে আগ্রহী। এছাড়াও ব্লক এলাকায় স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের বাড়িতে পৌঁছে, ছাত্র বা ছাত্রীদের স্কুলে ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।
রাকেশ মাইতি