একটু বৃষ্টিপাতের কারণে হাওড়ার বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে জল জমে যাওয়ায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে। ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ায় দারুণ অসুবিধা। ঝুঁকি নিয়ে অনেকেই স্কুলে পৌঁছেছেন, বৃষ্টি হলে অনেকেই স্কুলছুট। জমা জলে স্কুল চত্বরে নোংরা আবর্জনা ভাসছে, তাতে শরীর অসুস্থ হবার আশঙ্কাও বাড়ছে ছাত্র ছাত্রীদের। বৃষ্টির জল জমে গিয়ে আলাদা করে নর্দমা এবং রাস্তা চেনার উপায় নেই।
advertisement
অভিভাবকদের অভিযোগ, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। এক অভিভাবকের কথায়, জল জমে স্কুলের অবস্থা খারাপ। নোংরা জল কোন ভরসায় ছেলেমেয়েদের পাঠাব। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু জল জমাই নয়, পড়ুয়াদের পঠন-পাঠনও উপযুক্ত নয় এই মাদ্রাসায় বলে অভিযোগ করেন এক অভিভাবক। প্রতি বছর বৃষ্টির মরশুমে এমন দুরবস্থা হয়। তারা বলেন, শিক্ষার্থীদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না। দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃষ্টির জমা জল জমে মাদ্রাসার শ্রেণীকক্ষ একমাত্র যাতায়াতের রাস্তা ও খেলার মাঠ হাঁটু সমান জলের নিচে তলিয়ে যায়। এতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, কর্মচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভাগে।
রাকেশ মাইতি





