TRENDING:

Howrah School: এ কী অবস্থা স্কুলের...! লাটে উঠেছে পড়াশুনা, বছর বছর একই জ্বালায় বিরক্ত সবাই

Last Updated:

Howrah School: বহু রাস্তায় জমেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভেতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। এই বৃষ্টির প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অতি বৃষ্টির প্রভাব স্কুল পঠন-পাঠনে! নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হাওড়ার জেলা জুড়ে। বহু রাস্তায় জমেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভেতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। এই বৃষ্টির প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানেও। হাওড়ার বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়। তার ফলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ছুট হওয়ার প্রবণতা বাড়ে। বিদ্যালয়ের ভিতর ও সামনে প্রায় হাঁটু সমান জল জমায় সমস্যায় কয়েকশো স্কুল পড়ুয়া। এই বর্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে জল জমলে লাটে ওঠে পঠন-পাঠন।
advertisement

একটু বৃষ্টিপাতের কারণে হাওড়ার বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে জল জমে যাওয়ায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে। ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ায় দারুণ অসুবিধা। ঝুঁকি নিয়ে অনেকেই স্কুলে পৌঁছেছেন, বৃষ্টি হলে অনেকেই স্কুলছুট। জমা জলে স্কুল চত্বরে নোংরা আবর্জনা ভাসছে, তাতে শরীর অসুস্থ হবার আশঙ্কাও বাড়ছে ছাত্র ছাত্রীদের। বৃষ্টির জল জমে গিয়ে আলাদা করে নর্দমা এবং রাস্তা চেনার উপায় নেই।

advertisement

আরও পড়ুন: মন খারাপের মাঝেই দারুণ খবর…! মান হারাচ্ছে না বোটানিক্যাল গার্ডেন-এর ঐতিহাসিক বটগাছ, পুরোটা জানলে আনন্দে লাফাবেন

অভিভাবকদের অভিযোগ, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। এক অভিভাবকের কথায়, জল জমে স্কুলের অবস্থা খারাপ। নোংরা জল কোন ভরসায় ছেলেমেয়েদের পাঠাব। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শুধু জল জমাই নয়, পড়ুয়াদের পঠন-পাঠনও উপযুক্ত নয় এই মাদ্রাসায় বলে অভিযোগ করেন এক অভিভাবক। প্রতি বছর বৃষ্টির মরশুমে এমন দুরবস্থা হয়। তারা বলেন, শিক্ষার্থীদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না। দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃষ্টির জমা জল জমে মাদ্রাসার শ্রেণীকক্ষ একমাত্র যাতায়াতের রাস্তা ও খেলার মাঠ হাঁটু সমান জলের নিচে তলিয়ে যায়। এতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, কর্মচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভাগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah School: এ কী অবস্থা স্কুলের...! লাটে উঠেছে পড়াশুনা, বছর বছর একই জ্বালায় বিরক্ত সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল