রাতের জোয়ার হয় আরও বেশি ভয়ানক। যদিও প্রতিদিন জোয়ারের জল গ্রামে প্রবেশ করেনা। মূলত কোটাল ও বিশেষ দিনের জোয়ার গ্রামের উপর দিয়ে বয়ে গেলে সমস্যায় পড়ছে মানুষ। বর্ষায় নদী জলে পুষ্ট থাকলে আরও ভয়ানক রূপ নেয়। হাওড়া শ্যামপুরের বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের পাঁচসেড়াপাড়া গ্রাম। এমনই কষ্ট নিয়ে গ্রামে বসবাস করছে কয়েক হাজার সহজ-সরল মানুষ।
advertisement
আরও পড়ুন: যখন তখন লেগে যায় আগুন! সাঁকরাইলে এখন বাসিন্দাদের ঘিরে ধরেছে কারখানা আতঙ্ক
প্রতিদিন না হলেও কিছুদিন অন্তর জোয়ার হানা দেয় গ্রামে। সেই সময় অবস্থা বুঝে মানুষ আশ্রয় নেয় রাস্তার উপর ও স্থানীয় স্কুল ঘরে। পাঁচসেরাপাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ এবং মৎস্য স্বীকার করে জীবিকা নির্বাহ করে। ভাগীরথী এবং রূপনারায়ণ নদীর খুব কাছে অবস্থিত এই গ্রাম। গ্রামে বসবাসকারী মৎস্য শিকারী মানুষ উভয় নদী থেকে মাছ সংগ্রহ করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনআনা দিনখাওয়া পরিবার, অর্থনৈতিক সমস্যা রয়েছে অধিকাংশ পরিবারে। তবে এখানকার গ্রামের সহজ সরল মানুষ অনেক বেশি কর্মঠ এবং সহনশীল। এবার সেই সব মানুষের দুর্ভোগ কমাতে নির্মাণ হচ্ছে স্লুইস গেট। শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মণ্ডলের’র চেষ্টায় মানুষের দুর্ভোগ মিটতে চলেছে। এলাকায় হতে চলেছে স্লুইস গেট।
রাকেশ মাইতি





