এবার নির্বাচনে শাসক দল সাধারণ মানুষের কাছে প্রচার সারছে উন্নয়নকে সামনে রেখেই। বিরোধীরা নিয়োগ দুর্নীতি কাটমানি সহ নানা বিষয়ে প্রচার সারছে মানুষের কাছে। গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় কাজ হয়েছে। রাস্তাঘাট পানীয় জল থেকে চাষবাসের জলের সুব্যবস্থা। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্পের পরিষেবা পেয়ে দারুন খুশি পঞ্চায়েত এলাকার অধিকাংশ মানুষ।
advertisement
আরও পড়ুন: যারা করলেন কনভয়ে হামলা, সেই কুড়মিদের নিয়ে বিরাট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
এ প্রসঙ্গে বালিচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদেব পাত্র জানান, পঞ্চায়েতে ১৩ টি সংসদ। এবার ১৬ টি সংসদ। সর্বদিক দিয়ে পঞ্চায়েত এলাকার মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পেয়েছে দাবি। পঞ্চায়েতের সহযোগিতায় মানুষের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। পাঁচ বছরের রাস্তা তৈরি হয়েছে ১৭ কিলোমিটার, রাস্তায় আলো, পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে সাবমারসিবল এবং একাধিক হাত কলের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেবাস থেকে বাদ পড়বে আরও এক বিখ্যাত ইতিহাস? তুমুল চর্চা শুরু
এছাড়াও সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে। তাতে আমার আশাবাদী আসন্ন নির্বাচনে মানুষ সঙ্গে থাকবে। ২০১৮ সাল থেকে পাঁচ বছর, আমরা বিরোধী ওরা ক্ষমতায়। বিরোধীদের পার্থী পর্যন্ত দিতে দেয়নি। অথচ ওরা উন্নয়নের কথা বলছে, উন্নয়নের প্রতি এতই ভরসা। তবে বিরোধীদের প্রার্থী দিতে দিচ্ছে না কেন? কারণ ওরা বিরোধীদের ভয় পাচ্ছে। এক কথায় সিপিআইএমকে ওরা ভয় পায়। সাধারণ মানুষ সারা রাজ্যে যে ভাবে ফুঁসছে। সেই আঁচ বালিচক গ্রাম পঞ্চায়েত এলাকায়ও পড়বে বলেই আশাবাদী আমরা। সাধারণ মানুষ সুযোগ পেলে যোগ্য জবাব দেবে। জানালেন বাম নেতা গৌতম চক্রবর্তী।
—- রাকেশ মাইতি