এর মধ্যেই হাওড়া শহরের বিভিন্ন এলাকায় জল পরিষেবা বন্ধ থাকার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, পরপর দু’দিন জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডে। হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মপুকুর প্রকল্প থেকে জল পৌঁছয়। মূলত পদ্মপুকুর জল প্রকল্পে কাজের কারণে এই জল পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি বলেই জানা যাচ্ছে।
advertisement
হাওড়া পুরসভার পদ্মপুকুর জল প্রকল্পের চাপ কমাতে উত্তর হাওড়ায় জোর কদমে চলছে জল প্রকল্পের কাজ। এতে উত্তর হাওড়ার মানুষের জল সমস্যা সমাধানের পাশাপাশি চাপ কমবে পদ্মপুকুরে। পদ্মপুকুর পাইপলাইন মেরামতি কাজের কারণে বন্ধ থাকবে জল পরিষেবা। জানা যাচ্ছে, ২ ও ৩ জানুয়ারি দুই দিন বন্ধ থাকবে পরিষেবা। পদ্মপুকুর জল প্রকল্প থেকে সরবরাহ পাইপ লাইনে কাজের কারণে সমস্যা। মেরামতির পাশাপাশি সংস্কারের কাজ চলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া পুরসভার ৮, ৯ , ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জল পরিষেবা বন্ধ থাকার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের। যদিও আগে থেকে বিজ্ঞপ্তি জারি করার কারণে অনেকেই আগাম ব্যবস্থা গ্রহণ করে ফেলেছেন।






