South 24 Parganas News: বাদুড়ঝোলা হয়ে যাতায়াত, দিন দিন বাড়ছে ঝুঁকি! নিস্তার পেতে নয়া ট্রেনের দাবি শিয়ালদহ দক্ষিণ শাখার এই রুটে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনা জেলার শিয়ালদহ দক্ষিণ শাখা জয়নগর লোকাল ট্রেনের দীর্ঘদিনের দাবি রেলযাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদা থেকে নামখানা প্রায় ১১৩ কিলোমিটার, যা যেতে সময় লাগে তিন ঘন্টারও বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
পূর্ব রেলের বোর্ড কমিটির সদস্য হয়েই প্রথম দিনের বৈঠকে শিয়ালদহ দক্ষিণ এবং উত্তর শাখায় যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে রেল দফতরের কাছে একাধিক প্রস্তাব যেমন শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত টয়লেটগুলি পরিষ্কারে যাতে থাকে এবং রেলের সেটগুলির পরিকাঠাম ঠিকঠাক আছে কিনা সে বিষয়েয় নজর দেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
পাশাপাশি তিনি জয়নগর থেকে শিয়ালদহ পর্যন্ত লোকাল ট্রেন চালুর বিষয়েও প্রস্তাব রাখেন। তবে রেল কর্তৃপক্ষ জয়নগর থেকে শিয়ালদহ পর্যন্ত বিশেষ কারণে আপাতত লোকাল ট্রেন চালানো সম্ভব নয় বলে খবর জানিয়েছেন রেলের কর্তৃপক্ষ। তবে আপাতত জয়নগর থেকে নিউ গড়িয়া পর্যন্ত জয়নগর লোকাল ট্রেন চালানোর প্রস্তাব রাখেন। জয়নগর পর্যন্ত লোকাল ট্রেন চালু হয় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেl (তথ্য ও ছবি: সুমন সাহা)









