দীর্ঘদিন ধরে ব্যস্ত রাস্তার উপরেই হিরোইন কেনা বেচা চলছিল। বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা হাজির হয়ে এই মাদক দ্রব্য সংগ্রহ করত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই চলত চোরা কারবার। এ যেন গল্প কথা, ঘটনার সামনে আসতে অবাক এলাকার মানুষ।
advertisement
প্রায় ২০০ অধিক প্যাকেট হিরোইন সহ আটক এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাঁকড়া নতুন পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তখন এলাকায় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিচ্ছে। কেউ আবার গল্প গুজবে ব্যস্ত, বিভিন্ন দোকানে তখন ক্রেতাদের বেশ সমাগম রয়েছে। এমন সময় রাস্তার পাশেই ২ যুবকের মধ্যে বচসা। বচসা বেশ হাতাহাতি পর্যায়ে এগিয়ে যাবার মতো, তা দেখে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন। এগিয়ে আসতে তাদের কানে যা এল তাতেই অবাক সকলে।
কী কারণে বচসা জানতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। এক যুবক বলে ওঠেন, বেশি টাকা নেওয়া হচ্ছে তার থেকে, কিসের টাকা? জিজ্ঞাসা করতেই ওই যুবক জানায়, অভিযুক্ত যুবক তার থেকে বেশি টাকা নিচ্ছেন। হিরোইন ক্রয় বিক্রয়ে দীর্ঘদিনের তাদের সম্পর্ক। এদিন অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ, আর সেই কারণেই দুজনের মধ্যে বচসা। এমন অভিযোগ শুনেই স্থানীয় মানুষ অভিযুক্ত যুবককে আটকে রাখে।
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই যুবকের থেকে প্রায় ২০০ টি কাগজে মোড়া হিরোইন প্যাকেট উদ্ধার করে বলে জানান স্থানীয় মানুষ। জানা যায়, দীর্ঘদিন বাঁকড়ার ওই এলাকায়, অভিযুক্ত যুবক হিরোইন ব্যবসা চালাত। ফোনের মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হত ক্রেতাদের। সময় মত ক্রেতারা এসে হাজির হত এখানে। এদিন আন্দুল থেকে আসা যুবকের সঙ্গে বচসার জেরে স্থানীয় মানুষের নজরে আসে এই চোরা কারবারের বিষয়টি।
এ প্রসঙ্গে স্থানীয় মানুষ জানান, এ বিষয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগে কখনও এলাকায় হিরোইন বা গাঁজা পাচার বা বিক্রির ঘটনা ঘটেনি। এমন ঘটনা পুনরায় না ঘটে। এই অপরাধমূলক কাজ দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।






