শিল্পী গোবিন্দ বাবুর বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস অথবা খুব সহজলভ্য জিনিস ব্যবহার করে নানা শিল্পকর্ম। কয়েক বছরে তৈরি সুনন্দন দৃষ্টি আকর্ষণীয় সৌখিন হাতের কাজ। যা পাড়া-প্রতিবেশী আত্মীয় পরিজনের কাছে দারুণ আকর্ষণের। এই সমস্ত জিনিস একটি একটি করে সব মিলিয়ে প্রায় একশত হাতের কাজ তাঁর বাড়িতে রয়েছে। হাতে তৈরি জিনিস নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রদর্শনের ডাকও পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: আর মাত্র কয়েকঘণ্টা…! একটু পরেই বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ, ঝটপট সেরে নিন যাবতীয় কাজ
আরও পড়ুন: খবরের মাঝেই চলল বিরাট ক্রিকেট লিগ, ব্যাট বল হাতে চ্যাম্পিয়ন হল সাংবাদিকদের এই দল
এ প্রসঙ্গে শিল্পীগোবিন্দ হাজরা জানান, এবার হাওড়া ব্রিজটি তৈরি করতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লেগেছে। নিজের ইচ্ছে মত সহজলভ্য হাতের কাছের সরঞ্জাম দিয়ে তৈরি করার চেষ্টা করি। সেই মতই এই হাওড়া ব্রিজ তৈরি। তিনি আরও বলেন, এই সমস্ত হাতের কাজ শেখানোর ইচ্ছে রয়েছে। তবে এ বিষয়ে বর্তমান সময়ে আগ্রহী ছেলে মেয়েদের অভাব।
রাকেশ মাইতি





