পাঁচটি কুকুরের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠান হয়। পুড়িয়ে হত্যার অভিযোগ পশুপ্রেমীদের। এই পৈশাচিক ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবী। দোষীর শাস্তির দিকেই তাকিয়ে সকলে। জানা যায়, ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে কাদের দ্বারা এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কলেজ পাশ যুবতীর আয়ের অভিনব আইডিয়া! বানাচ্ছেন উলের দুর্দান্ত সব জিনিস, চাহিদা বাড়তেই বাড়ছে লাভের অঙ্ক
advertisement
পশুপ্রেমীদের দাবি এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমাজ মাধ্যমে ভয়ঙ্কর বার্তা দেয়। প্রতিটি পশু পাখি ও জীবের, সকলের বাঁচার অধিকার সমান ভাবে রয়েছে। একইসঙ্গে এতগুলি নিরীহ প্রাণীকে পুড়িয়ে হত্যা। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানায়। স্থানীয়রা জানান, কয়েকদিন আগেই এলাকায় বাচ্চাগুলি জন্মগ্রহণ করে। তারপর থেকে সেখানেই ছিল হঠাৎ এমন কাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ছোট অথবা বড় যে কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত থাকুক দোষীর শাস্তির দাবি জানাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন ঘটনা নতুন কিছু নয়, এর আগেও এমন একাধিক ঘটনা ঘটতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এই ধরণের ঘটনার প্রতিবাদে বারবার সরব হতে দেখা গিয়েছে পশুপ্রেমীদের। তবে এসবের পরেও কিন্তু এমন ঘটনা ঘটেই চলেছে।






